সারাদেশে মঙ্গলবার বিকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫২ জন পুলিশ সদস্য করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন।
নতুন করে শনাক্তদের নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সংখ্যা ৪ হাজার ৫৩ জনে পৌঁছাল।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি) (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করে বলেন, পুলিশ সদস্যরা তাদের নিজ নিজ দায়িত্ব পালন করতে গিয়ে এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন।
তিনি আরও বলেন, এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ পুলিশ সদস্য মারা গেছেন এবং চিকিৎসা নিয়ে ১১১৯ জন পুরোপুরি সেরে উঠেছেন।
দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই বাংলাদেশ পুলিশ এবং অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে সরকারের নির্দেশনা কার্যকর করার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছেন।
এআইজি সোহেল রানা জানান, পুলিশের মহাপরিদর্শক বেনজীর আহমেদের নির্দেশনায় পুলিশ সদস্যদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি কমাতে বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়া হয়েছে।