বাংলাদেশ পুলিশের মোট ৯ হাজার ৮৬৯ জন সদস্য শুক্রবার সকাল পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
পুলিশ সদরদপ্তর সূত্র জানিয়েছে, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৫ হাজার ৭৯৪ জন পুলিশ সদস্য পুরোপুরি সেরে ওঠেছেন।
সুস্থ হয়ে ওঠা বেশির ভাগ পুলিশ সদস্য তাদের নিজ নিজ কর্মস্থলে যোগ দিয়েছেন বলেও সূত্রটি জানিয়েছে।
সূত্র আরও জানায়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে শুধুমাত্র ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আছেন ২ হাজার ১৯৩ জন।
বর্তমানে ৯ হাজার ৪ জন পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে এবং ৪ হাজার ১৮৮ জন পুলিশ আইসোলেশন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এখন পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৩৭ জন পুলিশ সদস্য মারা গেছেন।
এদিকে, দেশে এখন পর্যন্ত ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ হাজার ৬৬১ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৮৬৮ জন আক্রান্ত হয়েছেন এবং এ সময়ে ৪০ জনের মৃত্যু হয়েছে।