স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকার দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ দেয়ার লক্ষ্যে মঙ্গলবার থেকে সরকার আরেকবার ‘কোভিড-১৯ টিকাদান কর্মসূচি’ শুরু করবে।
সোমবার মহাখালীর ডিরেক্টরেট জেনারেল অব হেলথ সার্ভিসেসে (ডিজিএইচএস) আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা জানান।
তিনি বলেন, ‘একযোগে সকল সরকারি মেডিকেল হাসপাতাল, বিশেষায়িত হাসপাতাল, জেলা ও সদর হাসপাতাল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কর্মসূচি চালানো হবে।’
তিনি বলেন, সফলভাবে কর্মসূচি সম্পন্ন করার জন্য স্বাস্থ্য কর্তৃপক্ষ সারা দেশে ১৬ হাজার ১৮১টি টিকাদান কেন্দ্র প্রস্তুত করেছে।
তিনি আরও বলেন, মোট ৩৩ হাজার ২৪৬ জন স্বাস্থ্যকর্মী এবং ৪৯ হাজার ৮৬৯ জন স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে কাজ করবেন।
চার মাস আগে যারা দ্বিতীয় ডোজ পেয়েছেন তারা বুস্টার ডোজ পাবেন বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
মন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত মোট ৭৬ দশমিক ০৫ শতাংশ মানুষ প্রথম ডোজ পেয়েছেন, ৭০ দশমিক ৩ শতাংশ দ্বিতীয় ডোজ এবং ১৭ দশমিক ৯ শতাংশ লোক সারা দেশে তৃতীয় ডোজ পেয়েছেন।’
জাহিদ মালেক জানান, দুই দশমিক ৭৮ কোটি করোনা টিকা এখনও স্টকে রয়েছে।
৫-১১ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচির আওতায় আনার বিষয়ে মালেক বলেন, শিগগিরই টিকা কার্যক্রম শুরু হবে।
তিনি বলেন, সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে এবং ‘সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে শিশুদের নিবন্ধন করা উচিত।
তিনি বলেন,‘শিশুদের ফাইজার ভ্যাকসিন দেয়া হবে। এর জন্য একটি ডিজিটাল জন্ম নিবন্ধন প্রশংসাপত্রের প্রয়োজন হবে।’
এসময় অনলাইনে জন্ম নিবন্ধন সম্পন্ন করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান মন্ত্রী।
আরও পড়ুন: শিগগিরই ৫-১২ বছরের শিশুরা করোনা টিকা পাবে: স্বাস্থ্যমন্ত্রী