নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪২) মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে নাটোর শহরের বলাড়িপাড়া এলাকার ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় স্বামী মামুনকে আটক করা হয়েছে।
নিহত খায়রুন নাহার গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ডিগ্রী কলেজের দর্শন বিভাগের সহকারি অধ্যাপক এবং আটক মামুন উপজেলার ধারাবারিষা ইউনিয়নের পাটপাড়া গ্রামের বাসিন্দা।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবুল কালাম জানিয়েছেন, স্বামী মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে। মামুনের দাবি রাতে ঘরের সিলিং ফ্যানের সাথে নিজের ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে তার স্ত্রী খায়রুন নাহার। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।
নাটোর থানা পুলিশ ও পিবিআই সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করছে বলে তিনি জানান।
জানা গেছে, এক বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শিক্ষিকা নাহারের সঙ্গে কলেজছাত্র মামুনের পরিচয় হয়। এরপর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে ২০২১ সালের ১২ ডিসেম্বরে বিবাহবন্ধনে আবন্ধ হন তারা। তবে বিষয়টি চলতি বছরের ৩১ জুলাই এলাকায় জানাজানি হয়। এর আগে ওই শিক্ষিকা রাজশাহী বাঘা উপজেলার এক ছেলেকে বিয়ে করেছিলেন, তবে সেই সংসার বেশি দিন টিকেনি।