শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনা সংক্রমণ বৃদ্ধির মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সঙ্গে রবিবার শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেয়া হবে।
করোনা মহামারি মোকাবিলায় বিভিন্ন সুপারিশের জন্য স্বাধীন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিনিধিদের নিয়ে ২০২০ সালের এপ্রিলে ১৭ সদস্য বিশিষ্ট জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গঠন করে সরকার।
শনিবার রাজধানীর ঢাকা ইম্পেরিয়াল কলেজের রজতজয়ন্তী অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী বলেন, ‘সরকার আপাতত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করতে চায় না।’
তিনি বলেন, ‘আমরা মার্চ-এপ্রিলে করোনার সংক্রমণ বাড়ার আশঙ্কা করছিলাম। কিন্তু শনাক্তের সংখ্যা জানুয়ারির শুরু থেকেই বাড়তে শুরু করেছে। তাই আগের পরিকল্পনার সঙ্গে কিছু সমন্বয় করতে হবে।’
মন্ত্রী বলেন, সরকার করোনার টিকাদানের ওপর গুরুত্ব দিচ্ছে যাতে শিক্ষার্থীরা টিকা নিয়ে ক্লাসে যোগ দিতে পারে।