কিশোর গ্যাংদের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করতে কমিউনিটি পুলিশের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।
শনিবার রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে কমিউনিটি পুলিশিং দিবস-২০২২ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, কোভিড-১৯ মহামারি চলাকালীন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় তরুণদের হাতে কোনও কাজ ছিল না। সেই সুযোগে কিশোর গ্যাং তৈরি হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,এই ধরনের কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড সমাজে বিরূপ প্রভাব ফেলছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা দরকার।
দিবসটি উপলক্ষে শনিবার সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন: টার্মিনাল বাদে অন্য কোথাও টোল নেয়া যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
মন্ত্রী বলেন, কমিউনিটি পুলিশিংয়ের কাজ হচ্ছে সমাজে অপরাধ সংঘটিত হওয়ার আগেই অপরাধীদের চিহ্নিত করা। অপরাধীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা।
তিনি বলেন, এ ক্ষেত্রে আমরা শতভাগ সফল হয়েছি।
তিনি আরও বলেন, কমিউনিটি পুলিশিংয়ের ফলে সমাজে বাল্যবিবাহ ও ইভটিজিং অনেক কমে গেছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কিশোর গ্যাংয়ের অপরাধ মোকাবিলায় কমিউনিটি পুলিশিং করা উচিত
তিনি বলেন,‘অবৈধ মাদকের মতো কিছু চ্যালেঞ্জ এখনো আছে...মাদক নিয়ন্ত্রণে আমাদের আরও কিছু করতে হবে।’
দেশে জঙ্গিবাদ মোকাবিলায় তারা সফল হয়েছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।
তিনি বলেন, ‘যখন আমরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিলাম, তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের সাধারণ মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান... সেই সময়ে আমরা অভূতপূর্ব সাফল্য দেখেছি।’
তিনি বলেছিলেন, ‘মানুষ যেখান থাকে সেখানে কিছুই অসম্ভব নয়’।
ডিএমপি কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এ.এম.এস. আরেফিন সিদ্দিক, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. আতিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আখতার ও মিরপুর মডেল পুলিশ কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি দেওয়ান আবদুল মান্নান।
আরও পড়ুন: বাস মালিকদের ধর্মঘট কেন তা আমাদের জানার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
সমাবেশে বিএনপির কর্মীরা লাঠি নিয়ে আসছে, এটা আইনসিদ্ধ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী