প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার কুমিল্লার ঘটনায় অপরাধীদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন। এই ধরনের সাম্প্রদায়িক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি বন্ধ করতে ঘটনার পেছনে যারা আছে তাদের উপযুক্ত শাস্তি দেয়ার জন্য খুঁজে বের করা হবে বলে জানান তিনি।
কুমিল্লার ঘটনাটি উল্লেখ করে তিনি বলেন, একটি পুর্ণাঙ্গ তদন্ত চলছে। আমরা অনেক তথ্য পাচ্ছি। এই সময়টি প্রযুক্তির যুগ, যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে আমরা অবশ্যই তাদের খুঁজে বের করব।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনায় কয়েকজনকে চিহ্ণিত করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
দুর্গাপূজা উপলক্ষে সরকারি বাসভবন গণভবন থেকে ভাচুর্য়ালি যুক্ত হয়ে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, দোষীদের বিরুদ্ধে অবশ্যই যথাযথ ব্যবস্থা নেয়া হবে, তারা যে ধর্মেরই হোক না কেন।
তিনি বলেন, দোষীদের খুঁজে বের করতে হবে। আমরা অতীতেও তাই করেছি এবং ভবিষ্যতেও করব। তাদের অবশ্যই উপযুক্ত শাস্তির মুখোমুখি হতে হবে। আমরা এমন শাস্তি চাই যাতে ভবিষ্যতে কেউ এমন করতে না পারে।
আরও পড়ুন: কুমিল্লার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে: ওবায়দুল কাদের