কুমিল্লা বুড়িচংয়ে এক যুবদল নেতা কামাল হোসেনসহ দুইজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার জগতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
আজ বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
গ্রেপ্তার যুবদল নেতা, বুড়িচং সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কামাল হোসেন ফেন্সি কামাল নামেই পরিচিত। তার সঙ্গে দেলোয়ার হোসেন ও সারদুল ইসলাম নামে আরও দুইজন গ্রেপ্তার হন। এসময় তাদের কাছ থেকে ২১০ পিস ইয়াবা জব্দ করা হয়।
ওসি আজিজুল হক মুঠোফোনে জানান, ভোরে ২১০ পিস ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে জিজ্ঞাসাবাদে কামাল হোসেনের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর যৌথবাহিনী তাকেও গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে।
থানা সূত্রে জানা গেছে, কামাল হোসেনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
আরও পড়ুন: সাবেক প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন গ্রেপ্তার