হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক (নিরাপত্তা) গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-দুল আহসান ইউএনবিকে জানান, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট এয়ারলাইন্সটিকে এ জরিমানা করেন।
বিমানবন্দরের হেলথ ডেস্কের দায়িত্বে থাকা এক চিকিৎসক ইউএনবিকে বলেন, মঙ্গলবার সন্ধা ৭টা ৪০ মিনিটের ফ্লাইটে ২৫৪ যাত্রীর সবাইকে কোভিড-১৯ নেগেটিভ সনদ ছাড়াই রিয়াদ থেকে ঢাকায় আনে সৌদি এয়ারলাইন্স।
আরও পড়ুন: কোভিড: বিদেশের ৫ রুটে বিমানের ফ্লাইট ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত
এছাড়া, সৌদি এয়ারলাইন্স সোমবার আরেকটি ফ্লাইটেও একজন যাত্রীকে সনদ ছাড়া নিয়ে আসে বলে জানান তিনি।
এর আগে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কোভিড-১৯ পজেটিভ যাত্রী নিয়ে আসায় বিমান বাংলদেশ এয়ারলাইন্সকে ৩০ হাজার এবং মালয়েশিয়া-ভিত্তিক এয়ার এশিয়া এয়ারলাইন্সকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছিল বলে গত ১৩ ডিসেম্বর ইউএনবিকে জানিয়েছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।
আরও পড়ুন: বিমানবন্দর ও যাত্রীদের নিরাপত্তায় কোনো আপোষ নয়: প্রতিমন্ত্রী
সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, করোনা নেগেটিভ সনদ ছাড়া যদি কোনো এয়ারলাইন্স যাত্রী পরিবহন করে তাহলে নির্দিষ্ট সময়ের জন্য তাদের ফ্লাইট অপারেশন বন্ধ করে দেয়া হবে।
তিনি বলেছিলেন, ‘আমরা এখন ছোটখাট জরিমানা করেছি। এখন আমরা আরও কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আর যদি কোনো এয়ারলাইন্স এ রকম ভুল করে বা করোনা পজেটিভ রোগী পরিহন করে তাহলে এক দিন, দুই দিন বা এক সপ্তাহ কিংবা নির্দিষ্ট সময়ের জন্য ফ্লাইট অপারেশন বন্ধ করে দেয়া হবে। এ সিদ্ধান্ত আজকে রাতেই সব এয়ারলাইন্সকে জানিয়ে দেব।’
আরও পড়ুন: রাজধানীতে মাস্ক না পরায় ২৫ জনকে জরিমানা
তিনি জানান, বিমানবন্দরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রতি যাত্রীকে খুবই গুরুত্বের সাথে চেকিং করা হচ্ছে। নেগেটিভ সনদ ছাড়া কাউকে আসতে দেয়া হবে না।
বাংলাদেশে কোভিড-১৯ পরিস্থিতি:
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে আরও ২৭ জন মারা গেছেন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ১৫৬ জনে দাঁড়িয়েছে।
এছাড়া, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে ১ হাজার ৬৩২ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ লাখ ৯৫ হাজার ৮৪১ জনে।
আরও পড়ুন: বিদেশ যাত্রীরা ১০ বেসরকারি প্রতিষ্ঠান থেকে পাবেন করোনার সনদ
বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬২২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২৯ হাজার ৩৫১ জনে।
আরও পড়ুন: মাস্ক ব্যবহার না করায় চাঁদপুরে ৯০ জনকে জরিমানা
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আর দেশে আক্রান্ত রোগীর সংখ্যা তিন লাখ অতিক্রম করে গত ২৬ আগস্ট এবং মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে যায় ৪ নভেম্বর।