দেশে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে বলে বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, করোনায় আরও ৪১ জন মারা গেছেন। এনিয়ে মোট মৃত্যু ১১ হাজার ৭৯৬ জনে দাঁড়াল।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮২২ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৭ লাখ ৬৯ হাজার ১৬০ জনে পৌঁছেছে।
আরও পড়ুন: করোনা: ঈদকে সামনে রেখে সরকারের ৬ নির্দেশনা
এর আগে বুধবার অধিদপ্তর জানায়, ২৪ ঘণ্টায় ৫০ জন মারা গেছেন এবং ১ হাজার ৭৪২ জন ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ২১ হাজার ৫৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। শনাক্তের হার ৮.৪৪ শতাংশ।
২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৬৯৮ জন। মোট সুস্থ ৭ লাখ ২ হাজার ১৬৩ জন। সুস্থতার হার ৯১ দশমিক ২৯ শতাংশ। মৃত্যুর হার ১.৫৩ শতাংশ।
আরও পড়ুন: করোনায় একদিনে এত মৃত্যু ও শনাক্ত আগে দেখেনি ভারত
এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন বলেছেন, সরকার জরুরি ভিত্তিতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৪০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিন সরবরাহ চেয়েছে।
বৃহস্পতিবার (৬ মে) নিজ কার্যালয়ে মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলারের সাথে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
যুক্তরাষ্ট্র তাদের প্রয়োজনের অধিক পুরো বিশ্বব্যাপী ৬ কোটি ডোজেরও অধিক অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন সরবরাহ করবে।
জরুরি ভিত্তিতে ৪০ লাখ ডোজ ভ্যাকসিন চেয়েছি, উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা আরও এক থেকে ২ কোটি ডোজ ভ্যাকসিন চাইব।’
আরও পড়ুন: ঈদের আগেই চীন থেকে ভ্যাকসিন পেতে আশাবাদী ঢাকা
পররাষ্ট্রমন্ত্রী জানান, সরকার চাইছে যেকোনও উপায়েই হোক ভ্যাকসিন সংগ্রহের মাধ্যমে টিকাদান কার্যক্রম অব্যাহত রাখতে।
মার্কিন রাষ্ট্রদূতের কাছে আলোচনায় ড. মোমেন জানতে চান, যুক্তরাষ্ট্র ভারতকে কোনো ভ্যাকসিন সহায়তা দিয়েছে কিনা। জবাবে রাষ্ট্রদূত জানান, তারা এখনও তেমন কোনও পদক্ষেপ নেয়নি।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জন হপকিনস্ বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আট লাখেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। এনিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার ৬৭৩ জনে দাঁড়িয়েছে।
এছাড়া একদিনে আরও ১৪ হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে প্রাণ হারিয়েছেন। এনিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৩২ লাখ ৩৭ হাজার ৫৮৯ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৩ কোটি ২৫ লাখ ৫৭ হাজার ২৯৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৫ লাখ ৭৯ হাজার ২৬৫ জন।
এদিকে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ১৪ হাজার ৩৯৯ জনে। গত ২৪ ঘণ্টায় প্রায় ৩ হাজার মানুষ মারা গেছেন। দেশটিতে এপর্যন্ত আক্রান্ত হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৩০ হাজার ১৮৩ জন।
ল্যাটিন আমেরিকার এই দেশটিতে করোনা মহামারির প্রকোপ শুরু হবার পর গেল এপ্রিলেই সবচেয়ে মৃত্যু দেখতে পায় দেশটি।
অপরদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে চলমান করোনার প্রকোপে এই পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ২ কোটি ৬ লাখ ৬৫ হাজার ১৪৮ জন এবং মারা গেছে ২ লাখ ২৬ হাজার ১৮৮ জন।