কোভিড-১৯ পরিস্থিতি অবনতি অব্যাহত থাকায় দেশব্যাপী চলমান লকডাউন ১৬ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে সরকার।
বুধবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
এর আগে ৬ জুন পূর্ববর্তী সব নির্দেশনা এবং বিধিনিষেধকে কার্যকর রেখে ১৬ জুন পর্যন্ত বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
আরও পড়ুন: সিনোফার্মের দ্বিতীয় দফায় ৬ লাখ টিকা দেশে পৌঁছেছে
প্রজ্ঞাপন অনুযায়ী, স্বাস্থ্যবিধি মেনে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।
হোটেল-রেস্তোরাঁগুলো সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত খাবার বিক্রয় বা সরবরাহ করতে পারবে এবং আসন সংখ্যার অর্ধেক সেবাগ্রহীকে সেবা দিতে পারবে।
আরও পড়ুন: করোনা: দেশে একদিনে আরও ৬০ মৃত্যু, শনাক্ত প্রায় ৪ হাজার
লকডাউনে সব ধরনের সামাজিক, রাজনৈতিক ও ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে।
গণপরিবহনগুলো স্বাস্থ্য নির্দেশিকা মেনে আসন সংখ্যার অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে মার্চের মাঝামাঝি থেকে পরিস্থিতি খারাপ হওয়ার কারণে সরকার কোভিড-১৯ এর বিস্তার নিয়ন্ত্রণে চলতি বছর প্রথমে ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও দুদিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় কয়েক দফা বাড়িয়ে ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়।
আরও পড়ুন: অগ্রাধিকার ভিত্তিতে ৫ লাখ মানুষ ভ্যাকসিন পাবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে করোনা পরিস্থিতি
মহামারি করোনাভাইরাসে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে।
বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯৫৬ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মোট শনাক্ত ৮ লাখ ৩৭ হাজার ২৪৭ জনে পৌঁছেছে।
এছাড়া ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৬০ জন মারা গেছেন। এনিয়ে দেশে মোট মৃত্যু ১৩ হাজার ২৮২ জনে দাঁড়াল।