খাগড়াছড়িতে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত তিনমাসে ১৫ শিশুর মৃত্যু হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত ৩ মাসে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ১১৪ জন নিউমোনিয়া ও ডায়রিয়া শিশু রোগী ভর্তি হয়। তার মধ্যে ১৫ জনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ঢাবি এলাকায় ডাস্টবিন থেকে নবজাতকের লাশ উদ্ধার
খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানান, ঠান্ডাজনিত কারণে খাগড়াছড়িতে শিশুদের রোগের প্রকোপ বেড়েছে। তিনি এই ঠান্ডায় শিশুদের ব্যাপারে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান।
উল্লেখ্য, খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডে তিনজন ডাক্তার থাকার কথা থাকলেও আছেন মাত্র এক জন। যার কারণে শিশু রোগী বাড়লে এক জন ডাক্তারের পক্ষে সবাইকে চিকিৎসা সেবা দিতে হিমসিম খেতে হয়।
আরও পড়ুন: চিকিৎসক ছাড়া নবজাতক প্রসব করাতে গিয়ে কপাল কেটে ফেললেন নার্স-আয়া