প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়ে ও চিকিৎসার সুযোগের অনুমতি দিয়ে তাকে যথেষ্ট সুবিধা দিয়েছেন। তিনি বলেন, ‘আমর যা নির্বাহী ক্ষমতা তা প্রয়োগ করে তাকে (খালেদা) বাসায় থাকতে দেয়া ও চিকিৎসা গ্রহণের সুযোগ দেয়া হয়েছে। বাকিটা আইনগত ব্যাপার।’
বুধবার খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নেয়ার সুযোগ প্রদানের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো পদক্ষেপ নেবেন কি না এমন প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এ দিন বিকালে গণভবনে প্রধানমন্ত্রী তাঁর দুই সপ্তাহের যুক্তরাজ্য ও ফ্রান্স সফরের ফলাফল নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন। কয়েকজন সাংবাদিক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালিও এ সংবাদ সম্মেলনে যোগ দেন।
আরও পড়ুন: বাংলাদেশে ‘নলেজ সেন্টার’ স্থাপনের প্রস্তাব শেখ হাসিনার
প্রধানমন্ত্রী বলেন, ‘কারাগারের পরিবর্তে খালেদা জিয়া বাসায় থাকছেন ও চিকিৎসা নিচ্ছেন; এটাই কি যথেষ্ট নয়?’
সাংবাদিককে পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, কেউ যদি আপনাকে হত্যার চেষ্টা করত এবং আপনার পরিবারের সদস্যদের হত্যাকারীদের বিচারের আওতায় তা এনে বিভিন্ন বিদেশি মিশনে চাকরি দিয়ে পুরস্কৃত করত, তাহলে আপনি তাকে ফুলের মালা দিয়ে বরণ করতেন।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন দিয়ে বঙ্গবন্ধুর খুনি কর্নেল রাশেদকে সংসদে বিরোধীদলীয় নেতা বানিয়েছেন। আরেক অভিযুক্ত খায়রুজ্জামানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দেন এবং রাষ্ট্রদূত হিসেবে বিদেশি মিশনে পাঠিয়েছেন।
২১ আগস্ট গ্রেনেড হামলার পরে খালেদা জিয়া মন্তব্য করেন, শেখ হাসিনা তাঁর ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গেছেন। এমনকি একদিনও সংসদে আওয়ামী লীগকে এ হামলা নিয়ে আলোচনা করতে দেয়া হয়নি। যদিও ২২ জন মারা যান এবং আরও অনেকে আহত হয়।
কোটালিপাড়ায় বোমা পুঁতে রাখার আগে খালেদা জিয়া মন্তব্য করেছিলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরে থাক কোনো দিন বিরোধীদলীয় নেতা হতে পারবেন না। শেখ হাসিনা বলেন, ‘তিনি ভেবেছিলেন আমি মরে যাব।’
তিনি বলেন, ‘এরপরও আমরা (তাদের মতো) অমাননিক না। এ জন্য আমার নির্বাহী ক্ষমতা প্রয়োগ করে তাকে বাসায় থাকতে দেয়ার অনুমতি দেয়া হয়েছে...। আমি এমন অমানবিক মানুষের জন্য মানবিকতা দেখিয়েছি।
আরও পড়ুন: ফ্রান্সের এলিসি প্রাসাদে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা
করোনার মহাসংকটে শেখ হাসিনার কৌশল বিশ্বে প্রশংসিত হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী