বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আইনগত কোনো সুযোগ নেই বলে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আইন মন্ত্রণালয় থেকে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসছে। আইন মন্ত্রণালয়ের মতামত পেয়েছি। আইন মন্ত্রণালয় আইনের ব্যাখ্যা দিয়ে মতামত দিয়েছেন। সেটা নিয়ে এখন আইনগত আরও কিছু বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। তবে তাকে বিদেশে পাঠাতে আইনগত কোনো সুযোগ নেই। তাদের পর্যালোচনা শেষ হলে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে।’
আরও পড়ুন: খালেদা জিয়াকে বিদেশে নেয়ার বিষয়ে মতামত দিয়েছেন আইনমন্ত্রী