দেশে নিত্যপণ্যের মূল্য সহনশীল অবস্থায় আছে বলে বৃহস্পতিবার সংসদে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
এসময় কিশোরগঞ্জ থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ করে জনগণের সাধ্যের মধ্যে রাখতে বেশ কিছু পদক্ষেপ নেয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচিত আওয়ামী লীগের সংসদ সদস্য এবাদুল করিমের প্রশ্নোত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ ২০২১-২০২২ অর্থবছরে বিশ্বের ২০৩টি দেশে পণ্য রপ্তানি করেছে।
পড়ুন: চাল-গমের দাম নির্ধারণ করে দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী
এর মধ্যে ৯১টি দেশের সঙ্গে বাণিজ্য ঘাটতি ও ১১২টি দেশের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য উদ্বৃত্ত আছে।
ওই অর্থবছরে পণ্য রপ্তানি করা হয়েছে ৬০ হাজার ৯৭১ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার এবং ৮২ হাজার ৫০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করা হয়েছে। এতে বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২১ হাজার ৫২৮ দশমিক ৭৪ মিলিয়ন মার্কিন ডলার।
ঢাকার আওয়মী লীগ সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সার্কভুক্ত দেশগুলোতে ২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হয়েছে ৯৮৬ দশমিক ৯৮ মিলিয়ন মার্কিন ডলার।
পড়ুন: তেলের দাম বাড়ার পর পদত্যাগ করতে চেয়েছিলাম: বাণিজ্যমন্ত্রী
একইভাবে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হয়েছে ১৯ হাজার ৩৫৩ দশমিক ৩৭ মিলিয়ন মার্কিন ডলার।
মন্ত্রী বলেন, সরকারের প্রচেষ্টায় আজ থেকে চীনের বাজারে বাংলাদেশের ৮ হাজার ৯৩০ পণ্য (৯৮ ভাগ) শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশের সুযোগ পেয়েছে।
ফলে চীনে রপ্তানি বৃদ্ধি পাবে এবং বাণিজ্য ঘাটতি কমে আসবে।
আরও পড়ুন: টিসিবির পণ্য বিক্রি নিয়ে টিআইবির প্রতিবেদন সঠিক নয়: বাণিজ্যমন্ত্রী