গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সার্ভার রুমের এসি বিস্ফোরণে চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার উপজেলার মৌচাক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন-ব্যাংকের দুই কর্মকর্তা গিয়াস উদ্দিন (৩২)ও শরিফ উদ্দিন তাহসিন (২৪) এবং এসির ইলেকট্রিসিয়ান জাকারিয়া চৌধুরী (২৬) ও আমিনুল ইসলাম (৩২)।
ব্যাংক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ঢাকা থেকে তিনজন ইলেকট্রিসিয়ান ইউনিয়ন ব্যাংকের সার্ভার রুমের এসি সার্ভিসিং এর জন্য আসেন। সার্ভিসিং এর কাজ শুরু করলে এক পর্যায়ে হঠাৎ করে এসির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে প্রথমে মৌচাক পপুলার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেলে পাঠানো হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এসি বিস্ফোরণের খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যান। তারা গিয়ে দরজা-জানলা ও রুমের কাঁচ ভাঙ্গা অবস্থা দেখতে পান।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা তদন্তে তিতাসের ৫ সদস্যের কমিটি