কালিয়াকৈর
গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: নিহতের সংখ্যা বেড়ে ১৭
গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে কুদ্দুস খান নামে আরও একজনর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৭ জনে।
শনিবার (৩০ মার্চ) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মারা যান তিনি।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু
কুদ্দুস খান লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার উত্তর মসরাত মেদেতী গ্রামের মো. সুরুজ আলী খানের ছেলে।
নিহত ১৭ জন হলেন-
সোলাইমান মোল্লা, মনসুর আলী, শিশু তায়েবা, আরিফুল ইসলাম, মহিদুল, নার্গিস খাতুন, জহিরুল ইসলাম, মোতালেব, মো. সোলায়মান, রাব্বি, তাওহীদ, ইয়াসিন, মশিউর রহমান ও কমলা খাতুন, নাদিম, লালন মিয়াসড় এবং কুদ্দুস খান।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক তরিকুল ইসলাম তার মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, কুদ্দুসকে গাজীপুর থেকে ৮০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। আজ শনিবার ভোরে তিনি মারা যান। চিকিৎসাধীন থাকা আরও সাত থেকে আটজনের অবস্থা আশঙ্কাজনক।
আরও পড়ুন: গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনিতে ২ জন নিহত
গাজীপুরে বালু-খোয়ার স্তপ থেকে যুবকের লাশ উদ্ধার
৩৬৩ দিন আগে
গাজীপুরে মদপানে ২ জনের মৃত্যু
গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত মদপানে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২ মার্চ) দিবাগত রাতে হরিণহাটি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হেলাল উদ্দিন ও কাদেরুল। তাদের মধ্যে হেলাল কসাই ও কাদেরুল স্থানীয় একটি বেকারির শ্রমিক।
তারা কালিয়াকৈর উপজেলার হরিণহাটি এলাকার বসবাস করতেন।
আরও পড়ুন: ‘বাবা আমি আটকা পড়েছি, আমাকে বাঁচাও’-মৃত্যুর আগে লামিসা
স্থানীয় ও স্বজনরা জানায়, শুক্রবার দিবাগত রাতে দেশীয় মদ পান করে অসুস্থ হয়ে মারা যান হেলাল উদ্দিন ও কাদেরুল।
পরে তাদের চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, মদপান বিষক্রিয়া হলে হেলাল ও কাদেরুলের স্বজনরা তাদের হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাদের মৃত্যু হয়।
আরও পড়ুন: বেইলি রোড ট্র্যাজেডি: ভোলার দুই যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
বেইলি রোডের অগ্নিকাণ্ডে জবি শিক্ষার্থীর মৃত্যু
৩৯১ দিন আগে
গাজীপুরে ট্রাকচাপায় সিএনজির ২ যাত্রী নিহত
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার (১১ জুন) সকাল ৬টায় উপজেলার মাওনা-কালিয়াকৈর সড়কের ফুলবাড়িয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ফুলবাড়িয়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ভোরে কালিয়াকৈর থেকে একটি ট্রাক ফুলবাড়িয়ার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ট্রাকচাপায় সিএনজি যাত্রী নিহত
তিনি আরও বলেন, নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআই বলেন, ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীতে ট্রাকচাপায় শ্রমিক নিহত
দিনাজপুরে ট্রাকচাপায় ভ্যানচালক ও আরোহী নিহত, আটক ১
৬৫৬ দিন আগে
গাজীপুরে এসি বিস্ফোরণে আহত ৪
গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের সার্ভার রুমের এসি বিস্ফোরণে চারজন গুরুতর আহত হয়েছেন। বুধবার উপজেলার মৌচাক বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতেরা হলেন-ব্যাংকের দুই কর্মকর্তা গিয়াস উদ্দিন (৩২)ও শরিফ উদ্দিন তাহসিন (২৪) এবং এসির ইলেকট্রিসিয়ান জাকারিয়া চৌধুরী (২৬) ও আমিনুল ইসলাম (৩২)।
ব্যাংক কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ঢাকা থেকে তিনজন ইলেকট্রিসিয়ান ইউনিয়ন ব্যাংকের সার্ভার রুমের এসি সার্ভিসিং এর জন্য আসেন। সার্ভিসিং এর কাজ শুরু করলে এক পর্যায়ে হঠাৎ করে এসির বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর আহতদের উদ্ধার করে প্রথমে মৌচাক পপুলার হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেলে পাঠানো হয়।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, এসি বিস্ফোরণের খবর শুনে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যান। তারা গিয়ে দরজা-জানলা ও রুমের কাঁচ ভাঙ্গা অবস্থা দেখতে পান।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলেও জানান তিনি।
আরও পড়ুন: মসজিদে এসি বিস্ফোরণের ঘটনা তদন্তে তিতাসের ৫ সদস্যের কমিটি
রাজধানীতে এসি বিস্ফোরণে সাংবাদিকের ছেলের মৃত্যু
১০২৪ দিন আগে
গাজীপুরে আগুনে পুড়ল ১৪ দোকান
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজারে শুক্রবার দুপুরে আগুন লেগে ১৪টি দোকান পুড়ে গেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
দোকান মালিকরা জানান, দুপুরে বাজারের লতিফ হোসেনের দোকানে আগুন লাগে এবং তা দ্রুতই অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: কামরাঙ্গীরচরে পলিথিন কারখানায় আগুন
স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডের ঘটনায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: মিরপুরে আবাসিক ভবনে আগুন, দগ্ধ ৩
১০৮৫ দিন আগে
গাজীপুরে কলেজছাত্রের লাশ উদ্ধার
গাজীপুর কালিয়াকৈরে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার উপজেলার মৌচাক এলাকার বসুন্ধরা প্রকল্প থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত ইমন হোসেন (২২) উপজেলার নয়াপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে। তিনি স্থানীয় মিছির আলী খান মেমোরিয়াল কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবার ও এলাকাবাসী জানায়, মঙ্গলবার দুপুরে বন্ধুদের নিয়ে দাওয়াত খাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি ইমন। দুপুরে ওই স্থানে তাঁর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে বাসা থেকে মা-মেয়ে লাশ উদ্ধার
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির (উপপরিদর্শক) এসআই সাইফুল আলম জানান, ময়নাতদন্তের জন্য ইমনের লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলেও তিনি জানান।
এসআই বলেন, নিহত ইমনের শরীরে বাহ্যিকভাবে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাই ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার আগে মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব নয়। রাতে তাঁর সঙ্গে অন্যরা কারা ছিল, তাদের খোঁজা হচ্ছে।
তবে এলাবাসীর ধারণা, ওই শিক্ষার্থী ও তার বন্ধুরা মিলে কোথাও নেশা করে থাকতে পারেন। অতিরিক্ত নেশার কারণেও তার মৃত্যু হতে পারে। এমনও হতে পারে, দুর্বৃত্তরা তাঁকে নেশাজাতীয় দ্রব্য বা বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করে থাকতে পারে।
আরও পড়ুন: নাটোরে আইন কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুরে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
১১২২ দিন আগে
বঙ্গবন্ধু শান্তির সবচেয়ে বড় অগ্রদূত: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘বঙ্গবন্ধু শান্তির সবচেয়ে বড় অগ্রদূত। উপমহাদেশসহ সারা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু আজীবন কাজ করে গেছেন এবং সে জন্যেই তিনি বৈদেশিক নীতি গ্রহণ করেছেন— সবার সাথে বন্ধুত্ব, কারো সাথে বৈরিতা নয়।’
বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড (ইএটিএল)- এর ইনোভেশন সেন্টার ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু নিজেই বলেছেন, পিস ইজ ইম্পারেটিভ ফর ডেভেলপমেন্ট। বঙ্গবন্ধুকন্যা আমাদের রাষ্ট্রনায়ক শেখ হাসিনাও বঙ্গবন্ধুর পথ ধরে এই পররাষ্ট্রনীতি গ্রহণ করেছেন। তিনিও সবসময় শান্তির অগ্রদূত হিসেবে বিবেচিত।’
পররাষ্ট্রমন্ত্রী আগামী ৪ ও ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলন সম্পর্কে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে সংঘাত, যুদ্ধ-বিগ্রহ কমানোর জন্য একটি প্রস্তাব দিয়েছিলেন, সেটি হচ্ছে শান্তির সংস্কৃতি এবং এই প্রস্তাবটি পৃথিবীর সব দেশ গ্রহণ করেছে।’
তিনি বলেন, ‘ধর্ম, বর্ণের ঊর্ধ্বে থেকে মানুষে মানুষে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ বাড়ালে টেকসই শান্তি সারা পৃথিবীতে স্থাপিত হবে।’ বাংলাদেশ সারা পৃথিবীর জন্য শান্তির একটি মডেল- এই সম্মেলনে সেটা তুলে ধরা হবে বলেও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: বঙ্গবন্ধুর রাজনৈতিক কুশলতায় বিশ্বনেতারা মুগ্ধ ছিলেন: পররাষ্ট্রমন্ত্রী
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী আজ কালিয়াকৈরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড (ইএটিএল)- এর ইনোভেশন হাব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মোমেন আরও বলেন, ‘আমাদের মানবসম্পদ বিশেষ করে আমাদের সৃষ্টিশীল নতুন প্রজন্মকে আরও দক্ষ করে গড়ে তুলতে ইএটিএল যে ইনোভেশন হাব তৈরি করছে তা সত্যিই প্রশংসনীয়।’
এসময় তিনি বিপুল সংখ্যক মানুষকে দক্ষ করে গড়ে তোলার সুযোগ সৃষ্টির জন্য প্রতিষ্ঠানটির সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
ইএটিএল ইনোভেশন হাবের চেয়ারম্যান প্রধানমন্ত্রীর সাবেক মুখ্যসচিব মো. আবদুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ব ব্যাংকের সিনিয়র ফাইন্যান্সিয়াল সেক্টর স্পেশালিষ্ট এ কে এম আব্দুল্লাহ, বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির ব্যবস্থাপনা পরিচালক বিক্রম কুমার ঘোষ, ইএটিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথোরিটির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পররাষ্ট্রমন্ত্রীর নতুন বই ‘জাতির উদ্দেশে ভাষণ: শেখ হাসিনা’
পররাষ্ট্রমন্ত্রীর বই ‘বাংলাদেশ-একুশ শতকের পররাষ্ট্রনীতি: উন্নয়ন ও নেতৃত্ব’ প্রকাশিত
১২২০ দিন আগে
গাজীপুরে আগুনে স্বামী-স্ত্রীসহ ৪ পোশাক শ্রমিক নিহত
জেলার কালিয়াকৈরের পল্লীবিদ্যুৎ কার্যালয় এলাকার এক টিনশেড কলোনিতে আগুনে পুড়ে স্বামী-স্ত্রীসহ চার পোশাক শ্রমিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
১৫৩৭ দিন আগে