গাইবান্ধায় ভোটের সময় ভোট কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
তিনি বলেছেন, ‘গোপন কক্ষ, গোপন কক্ষই। সেখানে মানুষ গোপনে ভোট দেবে। কিন্তু সেখানে যদি সিসিটিভি ক্যামেরা লাগানো হয় তাহলে তো সেটা গোপন থাকে না। এটা সাধারণ মানুষ ও আইনজ্ঞদের অভিমত।’
মঙ্গলবার সচিবালয়ে তথ্যমন্ত্রী সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিএনপির চট্টগ্রামের সমাবেশের চেয়ে জব্বারের বলি খেলায় বেশি ভিড় হয়: তথ্যমন্ত্রী
তিনি বলেন, ‘নির্বাচন কমিশন যদি এটা দেখে ও অন্যদের দেখায় তাহলে সেটা ব্যক্তিগত গোপনীয়তা লংঘন। সিসিটিভি ক্যামেরা লাগানো যেতে পারে। কিন্ত সেটা গোপন কক্ষে সিসিটিভি ক্যামেরা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সমালোচনা হচ্ছে। এতে ভোটারের ভোটার হিসেবে অধিকার লংঘন হয় বলে আইনজ্ঞরা বলছেন। আমি বলছি না আইনজ্ঞরা বলছেন। এটি সবার অভিমত।
হাছান মাহমুদ আরও বলেন, ‘সিসিটিভি ক্যামেরা থাকতে পারে তবে কে কোথায় ভোট দিচ্ছে সেটা দেখলে কি সেটা গোপন থাকলো?’ কে কোথায় ভোট দিচ্ছে যদি আপনারা বসে দেখেন তাহলে প্রাইভেসি নষ্ট হচ্ছে।
এছাড়াও অন্তত ১০টি পোর্টালে দেখেছি। সিসি ক্যামেরা নিয়ে সমালোচনা হয়েছে। যেখানে সমস্যা হয়েছে, সেখানে ভোট বন্ধ করতে পারেন।
আরও পড়ুন: গাইবান্ধা-৫ আসনের নির্বাচনে স্থগিতাদেশ প্রমাণ করে কমিশনের সিদ্ধান্ত সবার ঊর্ধ্বে: তথ্যমন্ত্রী
মানবাধিকার নিয়ে বিএনপির অপপ্রচার মিথ্যা প্রমাণিত হয়েছে: তথ্যমন্ত্রী