রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে টাপুর ও টুপর নামের যমজ দুই শিশুর মৃত্যু হয়েছে। তাদের দুই বোনের বয়স ১২ বছর। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
টাপুর ও টুপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত বেসরকারি মুনস্টার কলেজিয়েট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, শনিবার বেলা ৩টার দিকে টাপুর ও টুপুরকে উপজেলা পরিষদের পুকুর থেকে উদ্ধার করা হয়। এরপর তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত শিশু দুটির বাবার নাম হোসেন মোল্লা। তাদের বাড়ি গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ইছাক শেখের পাড়া। শিশু দুটি তার নানী আন্না বেগমের কাছে উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকার ভাড়া বাসায় বসবাস করতো।
আরও পড়ুন: মাগুরায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
স্থানীয় কয়েকজন জানান, কয়েক বছর আগে মা ও বাবার মধ্যে সর্ম্পকচ্ছেদ হওয়ায় দুই কন্যা শিশু টাপুর ও টুপুরকে নিয়ে মা রীনা বেগম তার বাবা শেখ আব্দুল গনির বাড়িতে থাকতেন। পরবর্তীতে আব্দুল গনি মারা যান এবং রীনা বেগমও অন্যত্র বিয়ে করেন। বাধ্য হয়ে কন্যা শিশু দুটির নানী আন্না বেগম তাদের লালন-পালন করতেন। একটি ভাড়া বাসায় তাদের রেখে উপজেলা পরিষদের বিভিন্ন বাসা বাড়িতে কাজ করতেন।
শনিবার দুপুর দুইটার দিকে স্কুল থেকে বাসায় ফিরে নানীর কাছে বলেই তারা উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। ওই সময় পুকুরে আর কেউ ছিল না। অনেকক্ষণ হয়ে যাওয়ায় শিশু দুটি ফিরে না আসায় চারিদিকে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে কোয়ার্টারে স্থানীয় এক আনসার সদস্যকে শিশুদের খোঁজ নিতে বলেন। বেলা আড়াইটার দিকে ওই আনসার সদস্য পুকুরের কাছে গিয়ে দেখেন শিশু দুটি ভেসে উঠেছে। তাৎক্ষণিকভাবে তার নানীকে জানানোর পর শিশুদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, জমজ শিশু দুটি পুকুরে ডুবে মারা যাওয়ার খবর শোনা মাত্রই আমাদের থানা পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। শিশু দুটির মৃত্যুতে থানায় একটি অপমৃত্যু(ইউডি) মামলা করা হয়েছে।