রাশিয়া- ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সৃষ্ট অস্থিরতা এবং এলএনজির দাম বৃদ্ধির প্রবণতার মধ্যেও দেশে গ্যাসের দাম যৌক্তিক পর্যায়ে রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
রবিবার এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারখানার উৎপাদন অব্যাহত রাখতে তিনি বিতরণ কোম্পানিগুলোকে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান।
এতে বলা হয়, এর আগে গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো ১০০ শতাংশের বেশি দাম বাড়ানোর প্রস্তাব করেছিল।
নতুন শুল্কের হার-গৃহস্থালিতে ব্যবহৃত ১৫ দশমিক ৫ শতাংশ, বৃহৎ শিল্পে ১১ দশমিক ৯৬ শতাংশ এবং মাঝারি শিল্পে ১০ শতাংশ বাড়ানো হয়েছে।
আরও পড়ুন: বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ালে তা আত্মঘাতী হবে: এফবিসিসিআই
এছাড়াও ক্ষুদ্র ও কুটির শিল্প বর্তমান মূল্যের তুলনায় প্রায় ৩৭ শতাংশ কম শুল্ক প্রদান করবে। বিদ্যুৎ খাতে গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ১২ দশমিক ৮১ শতাংশ বাড়ানো হয়েছে।
করোনা পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের এই পর্যায়ে শুল্ক হ্রাস ক্ষুদ্র ও কুটির শিল্পকে পুনরুজ্জীবিত করতে সহায়তা করবে। সিএনজির দাম অপরিবর্তিত থাকায় গণপরিবহনের ভাড়া আগের মতোই থাকবে বলেও আশা করা হচ্ছে।
দেশের সব ধরনের শিল্পের সক্ষমতা, জাতীয় ও আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে নতুন দর নির্ধারণ করা হয়েছে বলে মনে করে এফবিসিসিআই।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্যাসের শুল্ক সংক্রান্ত দূরদর্শী সিদ্ধান্ত দেশের শিল্পায়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও বেগবান করবে বলে মনে করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
আরও পড়ুন: ইলেকট্রনিক পণ্যের মান বজায় রাখার আহ্বান এফবিসিসিআই সভাপতির
গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বৈচিত্র্য আনার আহ্বান এফবিসিসিআই সভাপতির