বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জাতীয় গ্রিডে বিপর্যয়ের ঘটনায় অবহেলার দায়ে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) দুই প্রকৌশলীকে বরখাস্ত করা হবে। গত ৬ অক্টোবর দেশব্যাপী ব্ল্যাকআউট সৃষ্টি হয়েছিল।
ঘটনার তদন্ত প্রতিবেদন পাওয়ার পর রবিবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
দায়িত্বে অবহেলার অভিযোগে পিজিসিবির একজন সহকারী প্রকৌশলী ও একজন উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।
আরও পড়ুন: জাতীয় গ্রিড বিপর্যয়ে জড়িতদের বিরুদ্ধে সোমবারের মধ্যে ব্যবস্থা: নসরুল হামিদ
তিনি বলেন, ‘পাওয়ার গ্রিড বিপর্যয়ের জন্য দায়ী অন্যদের চিহ্নিত করে এই সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
গত ৬ অক্টোবরের জাতীয় গ্রিড ব্যর্থতার কারণ চিহ্নিত করতে বাংলাদেশ পাওয়ার গ্রিড কোম্পানি সাত সদস্যের একটি কমিটি গঠন করে। ওইদিন বাংলাদেশের বেশিরভাগ অংশে সাত ঘণ্টার ব্ল্যাকআউট সৃষ্টি হয়েছিল। তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে তিন দিন সময় দেয়া হয়েছিল