শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজধানী ঢাকায় হাফ ভাড়া চালু হলেও চট্টগ্রামেও এ নিয়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছে। তবে এখনও তা কার্যকর হয়নি।
বাস মালিক সমিতির নেতারা বলছেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে আগামী রবিবার ( ৫ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হবে। ওই দিন বিষয়টি নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে।
শুক্রবার (৩ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন বাসমালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল বলেন, চট্টগ্রামে শিক্ষার্থীদের হাফ ভাড়ার বিষয়ে আমরা কয়েকটি মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে বসেছিলাম। সেখানে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। আগামী রবিবার (৫ ডিসেম্বর) একটি ইতিবাচক ঘোষণা আসতে পারে।
আরও পড়ুন: শুধু ঢাকায় শিক্ষার্থীদের হাফ ভাড়া