চাঁদপুরের হাইমচরে মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরা অবস্থায় ২৮ জেলেকে আটক করা হয়েছে।
আটক জেলেদের মধ্যে ২৩ জনকে পৃথক মেয়াদে কারাদণ্ড এবং পাঁচজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় জরিমানা করে ছেড়ে দেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৮ এপ্রিল) রাতে এসব তথ্য জানান অভিযানে অংশগ্রহনকারী হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ।
তিনি বলেন, জাটকা রক্ষা সপ্তাহের শেষ দিনে (৭ এপ্রিল) জাটকা রক্ষায় সমন্বিত বিশেষ অভিযানে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর ও কোস্টগার্ড সন্ধ্যা ৭টা হতে রাত দেড়টা পর্যন্ত উপজেলার মেঘনা নদীর কাটাখালি, আখনের হাট, মনিপুর, সাহেবগঞ্জ, বারতহবিল, চরভৈরবী এলাকায় মোবাইল কোর্ট-এর আওতায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ সময়ে কারেন্ট জাল দিয়ে জাটকা আহরণ অবস্থায় ২৮ জেলেকে আটক করা হয়।
আরও পড়ুন: চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করায় ২৪ জেলেকে কারাদণ্ড-জরিমানা
তিনি আরও বলেন যে এর মধ্যে ২১ জেলেকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড, দুই জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং বয়স বিবেচনায় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় পাঁচ জেলের জরিমানা করা হয়।
এছাড়াও অভিযানে জব্দ এক লাখ ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ২৫ কেজি জাটকা স্থানীয় গরীব ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
সমন্বিত বিশেষ অভিযানে নেতৃত্ব দেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
অভিযানে অংশগ্রহণ করেন হাইমচর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ, শাহরাস্তি উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফারুক আহম্মেদ, কোস্ট গার্ড হাইমচর নয়ানি আউটপোস্ট কন্টিনজেন্ট কমান্ডার ও কোস্ট গার্ড সদস্যরা।