বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রয়োজন উল্লেখ করে তাঁর জামিন নিশ্চিত করে মুক্তি দেয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটির কার্যালয়ে বিএনপি নেতা আফসার আহমেদ সিদ্দিকির ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভায় তিনি এ দাবি করেন।
তিনি বলেন, ‘চিকিৎসকরা বলেছেন, তিনি (খালেদা) যে সব রোগে ভুগছেন সেগুলোর সম্পূর্ণ চিকিৎসা এখানে সম্ভব নয়। তাঁকে এমন একটি বহুমুখী হাসপাতালে নেয়া দরকার যেখানে সব রোগ এক সঙ্গে চিকিৎসা করানো যায়।’
খালেদা জিয়ার চিকিৎসকরাও এক আলোচনায় বিষয়টি পরিষ্কার করেছেন যে বাংলাদেশে এমন কোনো হাসপাতাল নেই যেখানে তাঁর (খালেদা) সব রোগের চিকিৎসা এক সঙ্গে করতে পারবে।
এ সময় খালেদা জিয়ার জামিন না পাওয়া নিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি আপনাদের কাছ থেকে দয়া চাইছেন না। তিনি জামিন প্রাপ্য, সেটা নিশ্চিত করুন। এ ধরনের মামলায় সবাই জামিন পান। আমি জানি কেউ বাকি থাকে না। তাহলে কেন আপনারা তাঁকে জামিন দিচ্ছেন না।’
আরও পড়ুন: এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া
স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া
৫ মামলায় খালেদা জিয়ার জামিন বাড়লো এক বছর