চুয়াডাঙ্গায় বৃহস্পতিবার দিবাগত রাতে ভারতে পাচারের সময় প্রায় অর্ধকোটি টাকার পাঁচটি স্বর্ণের বার উদ্ধারসহ দুই পাচারকারীকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন-দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামের বাসিন্দা কামরুল হাসান জুয়েল (৩৫) ও আরিফ (৪৮)।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ১টার দিকে পুলিশের একটি দল পুরাতন স্টেডিয়াম ও বিএডিসি মোড়ে ব্যারিকেড দিয়ে ফরিদপুর থেকে আসা একটি প্রাইভেট কার তল্লাশির জন্য থামায়।
তিনি বলেন, এসময় প্রাইভেট কার থেকে ৫শ ৮১ গ্রাম ওজনের প্রায় ৫০ ভরি সমতূল্যের পাঁচটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পরে প্রাইভেটকারটির মালিক পরিচয় দেয়া চালক আরিফ ও চোরাকারবারী জুয়েলকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা হাজতে নেয় পুলিশ।
আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে এবং প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
আরও পড়ুন: খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস থেকে ভারতীয় ওষুধ-পণ্য জব্দ