কারাভোগ শেষে এক ভারতীয় নাগরিককে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন পুলিশ। শনিবার দুপুরে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়।
ওই ভারতীয় নাগরিকের নাম নাসির শেখ (৪৫)। তিনি নদীয়া জেলার চাপড়া থানার ব্রহ্মনগর গ্রামের ছাত্তার আলির ছেলে।
জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের ২ তারিখে মেহেরপুর জেলার মুজিবনগর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে ভারতের নদীয়া জেলার চাপড়া থানার ব্রাহ্মণপাড়া গ্রামের নাসির শেখ। পরে তাকে বিজিবি আটক করে মুজিবনগর থানায় হস্তান্তর করে। এরপর মেহেরপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটটের দ্বিতীয় আদালত তাকে সশ্রম কারাদণ্ড দেন। ১৫ মাস জেল খেটে দেশে ফিরলো নাসির শেখ।
দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবু নাইম জানান, চলতি বছরের ফেব্রুয়ারির দিকে অবৈধপথে মুজিবনগর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন নাসির শেখ। পরে মুজিবনগর থানা পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক করে। পাসপোর্ট আইনের মামলায় কোটে প্রেরণ করে। বিচার শেষে আদালত তাকে দু’মাসের কারাদণ্ড দেন। সাজার মেয়াদ শেষ হলেও আইনি জটিলতার কারণে কারাভোগ করতে হয়। দীর্ঘ ১৫ মাস কারাভোগ শেষে শনিবার তাকে দর্শনা সীমান্তের জয়নগর চেকপোস্ট দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে ফেরত পাঠানো হয়।
আরও পড়ুন: মিরসরাই থেকে অপহৃত ব্যক্তি ভারতীয় সীমান্ত থেকে উদ্ধার, আটক ১
তিনি আরও বলেন, এ সময় বিজিবির পক্ষে কমান্ডার আব্দুল জলিল ও বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার গোপাল চন্দ্র দে-এর নেতৃত্বে পতাকা বৈঠক শেষে ফেরত দেওয়া হয়।
ভারতীয় নাগরিক হস্তান্তর প্রক্রিয়ার সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- দর্শনা ইমিগ্রেশন ইনচার্জ এসআই আবু নাঈম, দর্শনা থানার এসআই টিপু সুলতান, দর্শনা বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল ও এনজিও কর্মী জাহাঙ্গীর আলম।
ভারতের পক্ষে উপস্থিত ছিলেন- গেদে ইমিগ্রেশন ইনচার্জ গোপাল চন্দ্র দে, গেদে বিএসএফ ক্যাম্প কমান্ডার নগেন্দ্র পাল, কৃঞ্চগঞ্জ থানার এসআই উত্তম কুমার, গেদে কাস্টমস ইনচার্জ অজয় নারায়ণ ও এনজিও কর্মী চিত্ত রঞ্জন।