চুয়াডাঙ্গায় নাশকতার মামলার আসামি বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার(২২ডিসেম্বর) দিবাগত রাত দেড়টায় তাদেরকে আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন- জীবননগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান ময়েন উদ্দিন ময়েন এবং একই উপজেলার মনোহরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলী হোসেন (৬২)।
ময়েন উদ্দিন ময়েন উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েসপুর গ্রামের ইন্তাজুল হকের ছেলে ও একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আলী হোসেন মনোহরপুর ইউনিয়নের পেয়ারাতলা গ্রামের মৃত সিদ্দিক খানের ছেলে।
পুলিশ জানায়, জীবননগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সিরাজুল আলম গতরাত আনুমানিক দেড়টার দিকে যশোর জেলার বেনাপোল পোর্ট থানা এলাকায় অভিযান চালিয়ে ময়েনকে গ্রেপ্তার করে।
অন্যদিকে, জীবননগর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম জীবননগর থানা এলাকায় বিশেষ পুলিশি অভিযানে মো. আলী হোসেনকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে ৩টি অবিস্ফোরিত ককটেল বোমা সাদৃশ্য বস্তু এবং অন্য আসামিদের ফেলে যাওয়া ৫টি বাশের লাঠি, ২টি লোহার রড উদ্ধারসহ একটি বাজাজ ব্রান্ডের ১০০সিসির মোটরসাইকেল জব্দ করে পুলিশ।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, আটক দু’জনকে সংশ্লিষ্ট মামলায় আদালত পাঠানো হবে। যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি।