চুয়াডাঙ্গার জীবননগরে ভারতীয় সীমান্তের কাছে ১ কেজি ৩৯৭ কিলোগ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি'র মহেশপুর ব্যাটালিয়ন।
আটক মো. শাহাবুল ইসলাম (৪৪) জীবননগরের মেদিনীপুর গ্রামের মো. আলী আহমেদের ছেলে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিজিবি'র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মেদিনীপুর বিওপি'র নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল জীবননগর থানার মেদিনীপুর গ্রামের শেষ প্রান্তে খালপাড়া সেতুর উপর একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।এ সময় একজন মোটরসাইকেল আরোহী সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদলকে দেখে কৌশলে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে।
পরে বিজিবি টহলদল শাহাবুল ইসলামকে আটক করে।
আটক শাহাবুলের শরীর তল্লাশি চালিয়ে তার শার্ট ও প্যান্টের পকেটে বিশেষ কায়দায় রাখা তিনটি প্যাকেটে মোট ১ কেজি ৩৯৭ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার এবং একটি ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করে।
আটক শাহাবুলের স্বীকারোক্তি অনুয়ায়ী, মো ওয়াসিম মিয়া (৩৫) এবং মো. রাশেদ আলী (৩০) নামে অপর দুজন পলাতক ব্যক্তি উক্ত স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত রয়েছে।
স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ, আটক ১
চট্টগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক