চোরাকারবারি
বিজিবি দেখে মোটরসাইকেল ফেলে পালাল চোরাকারবারি, প্রায় ৩২ লাখ টাকার স্বর্ণ জব্দ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় এক স্বর্ণ চোরাকারবারি। পরে সেখান থেকে দুটি স্বর্ণের বার জব্দ করেছেন বিজিবি সদস্যরা, যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা।
ঘটনাটি শুক্রবারের (১৮ জুলাই)। দুপুরে উপজেলার গয়েশপুর কাদাবাগান এলাকায় এই অভিযান পরিচালনা করেন মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার মো. ফারুক হোসেন।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
আরও পড়ুন: ফুলবাড়ী সীমান্তে বিএসএফের বুলেটে ভারতীয় চোরাকারবারি নিহত
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের ভেতরে বিজিবির টহল দলটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেলকে থামতে বললে চালক দ্রুত মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে সিটের নিচ থেকে বের করা হয় ২৩২ গ্রাম ওজনের দুই পিস স্বর্ণের বার।
উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩১ লাখ ৫৬ হাজার ৭০৮ টাকা। জব্দ করা মোটরসাইকেলসহ এই মূল্য মোট প্রায় ৩৩ লাখ টাকা দাঁড়ায় বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জব্দ করা স্বর্ণের বারদুটি চুয়াডাঙ্গা জেলা ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১৩৯ দিন আগে
সীমান্তে চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুই সদস্য আহত হয়েছেন।
রবিবার (১৭ মে) দিবাগত রাত ১টার দিকে জগতবেড় ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাদী হয়ে পাটগ্রাম থানায় মামলা দায়ের করেছে বিজিবি।
আহতরা হলেন— নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের সদস্য অনুপ কুমার (২৮) ও মনিরুজ্জামান (৩০)। দুজনই বর্তমানে পাটগ্রাম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বিজিবি জানায়, রবিবার দিবাগত রাতে মোহাম্মদপুর সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে মোটরসাইকেল নিয়ে সীমান্তে যান দুই চোরাকারবারী। খবর পেয়ে সেখানে অভিযান চালায় নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের টহল দলের সদস্যরা। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভারত থেকে পাচার করা মাদকদ্রব্যের ব্যাগ পিঠে নিয়ে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান দুই চোরাকারবারী।
আরও পড়ুন: শাবিপ্রবির শিক্ষককে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, আটক ১
পরে মোটরসাইকেলটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যাওয়ার সময় মোহাম্মদপুর এলাকায় পথরোধ করে বিজিবির সদস্যদের উপর হামলা চালায় চোরাকারবারীদের একটি দল।
এতে ওই দুই বিজিবি সদস্য আহত হন। পরে তাদের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার (তদন্ত) বলেন, ‘এই ঘটনায় নাজিরগোমানী ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার হাসিবুর রহমান বাদী হয়ে জগতবেড় ইউনিয়নের বেশ কয়েকজন চোরাকারবারীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করেছেন।’
১৯৯ দিন আগে
জৈন্তাপুরে চোরাকারবারিদের হামলায় ২ বিজিবি সদস্য আহত
সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাকারবারিদের হামলায় দুই বিজিবি সদস্য আহত হওয়া অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৫ মার্চ) আনুমানিক রাত ১০টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের টিপরাখলা সীমান্তে ১২৮৭-৮৮ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত বিজিবি সদস্যরা হলেন— মো. হারুনুর রশিদ ও মো. জমশেদ হোসেন।
আরও পড়ুন: আরাকান আর্মির হাতে আটক ২৯ জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি
স্থানীয়রা জানান, শনিবার রাত ১০টার দিকে উপজেলার ঘিলাতৈল, ফুলবাড়ী, তলাল, টিপরাখলা, করিমটিলা, কমলাবাড়ী, গোয়াবাড়ী ও বাইরাখেল সীমান্ত দিয়ে প্রতিদিন লাইন ‘ম্যানেজ’ করে চোরাকারবারি দলের সদস্যরা ভারতীয় গরু, মহিষ অবৈধভাবে জৈন্তাপুর বাজারে নিয়ে আসে।
এদিকে অবৈধ পথে ভারতীয় গরু প্রবেশের খবরে ১৯ বিজিবির জৈন্তাপুর (রাজবাড়ী) বিওপির টহল দল সীমান্তের ১২৮৭-৮৮ নম্বর মেইন পিলারের মধ্যবর্তী টিপরাখলা সীমান্তে অবস্থান নেয়। চোরাকারবারিরা সীমান্তে গরু নিয়ে প্রবেশের আগমুহূর্তে বিজিবির অবস্থান টের পেয়ে হামলা চালায়। হামলায় দুই বিজিবি সদস্য গুরুতর আহত হন। এ সময় বিজিবি সদস্যদের সঙ্গে হাতাহাতি ও ইট-পাথর নিক্ষেপ করে একটি গরু রেখেই বাকি গরুগুলো নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় চোরাকারবারিরা।
পরে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি টহল দলের আহত দুই সদস্যকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আরও পড়ুন: চোরাকারবারি ধরতে গিয়ে সড়কে প্রাণ গেল বিজিবি সদস্যের
জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডারের সরকারি মোবাইল নম্বরে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
জকিগঞ্জ ব্যাটালিয়ন ১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, ‘এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আহত বিজিবি সদস্যরা সুস্থ আছেন। হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আটকের চেষ্টা চলছে।’
২৬৩ দিন আগে
চোরাকারবারি ধরতে গিয়ে সড়কে প্রাণ গেল বিজিবি সদস্যের
বেনাপোলে চোরাকারবারিদের ধাওয়া করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোজাম্মেল হোসেন (৪৫) নামে এক বিজিবি সদস্য নিহত হয়েছেন।
এসময় দেলোয়ার হোসেন (৪৪) নামে আরও একজন বিজিবি সদস্য গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ৮ টার দিকে পুটখালী সীমান্তের আহমদ ব্রিজ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
বিজিবি জানায়, ভারত থেকে পাচার করে আনা মাদকের একটি চালান নিয়ে সীমান্তের বারোপোতা বাজারে চোরাকারবারিরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে সিপাহী মোজাম্মেল হোসেন ও হাবিলদার দেলোয়ার হোসেন দ্রুতগতিতে মোটরসাইকেলযোগে তাদের ধাওয়া করতে যান। তখন আহমদ ব্রিজ নামক স্থানে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে তারা রাস্তার পাশে ছিটকে পড়েন।
আরও পড়ুন: রাজশাহীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৩
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মোজাম্মেলের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। আহত দেলোয়ারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
সিপাহী মোজাম্মেল হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল খুরশিদ আনোয়ার। তিনি বলেন, চোরাকারবারিদের ধরতে বিজিবির অভিযান অব্যহত রয়েছে।
২৬৭ দিন আগে
নওগাঁয় চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্যসহ ২ জন গুরুতর আহত
নওগাঁর ধামইরহাটে গরু চোরাকারবারিদের ছুরিকাঘাতে বিজিবির বস্তাবর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন ও বিজিবির সোর্স তারেক হোসেন গুরুতর জখম হয়েছেন। শুক্রবার ভোরাত ৩টার দিকে উপজেলার বস্তাবর সীমান্তে শাখাহাটি এলাকায় টহলরত অবস্থায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- বিজিবির বস্তাবর ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন এবং বিজিবির সোর্স বীরগ্রাম গ্রামের ময়েন উদ্দিনের ছেলে তারেক হোসেন (৩৫)।
বিজিবি জানায়, চোরাকারবারীদের ধারালো অস্ত্রের হামলায় গুরুতর আহত মজিবর হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে শুক্রবার সকাল ৮ টার দিকে নওগাঁর পত্নীতলা থেকে হেলিকপ্টার যোগে ঢাকায় স্থানান্তর করেছে বিজিবি ব্যাটালিয়ন। তাকে ঢাকায় বর্ডার গার্ড ব্যাটালিয়ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা এখনো আশঙ্কামুক্ত নয়।
আরও পড়ুন: বন্য হাতির আক্রমণে বিজিবি সদস্যের মৃত্যু
বিজিবি আরও জানায়, এ সময় অপর জখম তারেক হোসেনকে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।
বিজিবি আরও জানায়, ঘটনাস্থল থেকে জখমী বিজিবির সদস্যর সরকারি পোশাক উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পর্যাপ্ত বিজিবি মোতায়েন করা হয়েছে।
ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো.আরিফুল ইসলাম, পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আফতাব উদ্দিন, ধামইহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজীসহ থানা পুলিশসহ বিজিবির ঊর্ধতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়,ধামইরহাট উপজেলার বস্তাবর বিজিবি ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার মজিবর হোসেন রাতে শাখাহাটি বাজার সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। রাত ৩টার দিকে চোরাকারবারিদের একটি দল বিজিবির নায়েক সুবেদার মজিবর হোসেন ও সোর্স তারেক হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায়। পরে বিষয়টি জানাজানি হলে ১৪ বিজিবি ব্যাটেলিয়ন গুরুতর জখম নায়েক সুবেদার মজিবর হোসেনকে শুক্রবার ভোর রাতে উদ্ধার করে প্রথমে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে বিজিবির হেলিকপ্টারে করে তাকে ঢাকায় বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
নওগাঁর পত্নীতলা উপজেলার ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হামিদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আমরা সম্পূর্ণ ঘটনা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। তদন্ত সাপেক্ষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে, এখন সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক আছে।
মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন: অক্টোবরে ৯৮ কোটি টাকার পণ্য জব্দ করেছে বিজিবি
পঞ্চগড় সীমান্তে বিজিবির অস্ত্র ও গুলি জব্দ
১১২৬ দিন আগে
গাজীপুরে অস্ত্র-মাদকসহ ৪ চোরাকারবারি আটক
গাজীপুরে অস্ত্র, মাদক ও জাল নোটসহ চার চোরাকারবারিকে আটকের দাবি করেছে গাজীপুর মহানগর পুলিশ।
তারা হলেন-মোমেনা বেগম (৩৮), নুরুল ইসলাম (৩৪), সুজন মোল্লা (২৯) ও সোহরাব (৩৩)।
মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবু সায়েব নয়ন জানান, রবিবার ভোরে টঙ্গী পশ্চিম থানা হাজীর মাজার বস্তি এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে অভিযান চালায়। এ সময় নুরুল ইসলামকে এক হাজার ৫০০ ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। নুরুলের দেয়া তথ্য মতে তার ঘরের খাটের তোষকের নিচ থেকে একটি পুরাতন লোহার তৈরি কালো রঙের রিভলবার উদ্ধার করা হয়। নুরুল ইসলামের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে।
পুলিশ আরও জানায়, টঙ্গী পূর্ব থানার ব্যাংক মাঠ বস্তি এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে মাদক চোরাকারবারি মোমেনা বেগমকে এক হাজার পুরিয়া হেরোইন ও ৫০ হাজার টাকার জাল নোটসহ আটক করা হয়। তার নামে বিভিন্ন থানায় ১৪টি মামলা রয়েছে। ব্যাংক মাঠ বস্তি থেকে একই সময়ে সোহরাব হোসেনকে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে সাজাপ্রাপ্ত আসামি জাকির খান গ্রেপ্তার, বিদেশি পিস্তল জব্দ
শনিবার নগরের পূবাইল থানায় অভিযান চালিয়ে ১০০টি ইয়াবা ট্যাবলেটসহ মাদক সুজন মোল্লাকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আটকদের নামে মামলা দিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
আরও পড়ুন: জকিগঞ্জে ৮০০ পিস ইয়াবা জব্দ, গ্রেপ্তার ২
টেকনাফে সাড়ে ৫ কোটি টাকার অস্ত্র-মাদক জব্দ, আটক ২
১১৮৭ দিন আগে
কক্সবাজারে ৯ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা জব্দ
কক্সবাজার থেকে সোমবার ৯ কোটি ৬০ লাখ টাকা মূল্যের তিন লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বলে দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রেজু আমতলী সীমান্ত ফাঁড়ির বিজিবির একটি দল উখিয়া উপজেলার রাজা পালং ইউনিয়নের গোল্ডেবার হিল এলাকায় এই অভিযান চালায়।
বিজিবি এক বিবৃতিতে জানিয়েছে, অভিযানের সময় কয়েকজন সশস্ত্র লোককে চ্যালেঞ্জ করে দলের সদস্যরা। কিন্তু সন্দেহভাজন চোরাকারবারিরা একটি ব্যাগ ফেলে জঙ্গলে পালিয়ে যায়।
পরে ব্যাগের ভেতর রাখা ৩ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করে বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে আটক তিন: ৬৫ হাজার ইয়াবা জব্দ
টেকনাফ থেকে ২ লাখ পিস ইয়াবা জব্দ
১৪৫৯ দিন আগে
কুমিল্লায় ২০টি স্বর্ণের বার জব্দ, আটক ১
জেলার চান্দিনায় ২০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৩ ডিসেম্বর) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাড়িরচর এলাকা থেকে তাকে আটক করা হয়। সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য এক কোটি ৩০ লাখ টাকা।
আটক মাহমুদুল হক (৪২) চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার ছোটবারকোনা গ্রামের আব্দুল সবুরের ছেলে।
প্রতিটি বারের ওজন প্রায় ১০ ভরি। সেই হিসাব মতে ২০টি বারে সোয়া দুই কেজি বা ২শ ভরি স্বর্ণ পাওয়া যায়। যার বর্তমান বাজার মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। কচটেপে মুড়িয়ে বিশেষ কৌশলে জুতার ভিতরে করে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল চোরাকারবারি।
পুলিশ জানায়, চান্দিনা থানার উপপরিদর্শক (এসআই) নোমান হোসেনের নেতৃত্বে একটি টহল টিম গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কে অবস্থান নেয়। চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বাসটির গতিরোধ করার সাথে সাথে বাস থেকে নেমে যায় ওই চোরাকারবারি। পরে তার দেহ তল্লাশি করে দুই পায়ের জুতার ভিতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ১২ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
চাঁদপুরে ট্রেন থেকে সোয়া কেজি ওজনের স্বর্ণের বার জব্দ, আটক ১
১৪৬২ দিন আগে
চুয়াডাঙ্গায় ১২ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
চুয়াডাঙ্গার জীবননগরে ভারতীয় সীমান্তের কাছে ১ কেজি ৩৯৭ কিলোগ্রাম স্বর্ণসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি'র মহেশপুর ব্যাটালিয়ন।
আটক মো. শাহাবুল ইসলাম (৪৪) জীবননগরের মেদিনীপুর গ্রামের মো. আলী আহমেদের ছেলে।
মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিজিবি'র মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মেদিনীপুর বিওপি'র নায়েক নজরুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল জীবননগর থানার মেদিনীপুর গ্রামের শেষ প্রান্তে খালপাড়া সেতুর উপর একটি বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।এ সময় একজন মোটরসাইকেল আরোহী সেতুর উপর দিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদলকে দেখে কৌশলে সেখান থেকে দ্রুত পালানোর চেষ্টা করে।
পরে বিজিবি টহলদল শাহাবুল ইসলামকে আটক করে।
আটক শাহাবুলের শরীর তল্লাশি চালিয়ে তার শার্ট ও প্যান্টের পকেটে বিশেষ কায়দায় রাখা তিনটি প্যাকেটে মোট ১ কেজি ৩৯৭ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার এবং একটি ডিসকভার ১১০ সিসি মোটরসাইকেল জব্দ করে।
আটক শাহাবুলের স্বীকারোক্তি অনুয়ায়ী, মো ওয়াসিম মিয়া (৩৫) এবং মো. রাশেদ আলী (৩০) নামে অপর দুজন পলাতক ব্যক্তি উক্ত স্বর্ণ চোরাচালানের সাথে যুক্ত রয়েছে।
স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ আসামিকে জীবননগর থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আরও পড়ুন: টেকনাফে ৫ কোটি টাকা মূল্যের ক্রিস্টাল মেথ জব্দ, আটক ১
চট্টগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
১৪৬৬ দিন আগে
বিরামপুর সীমান্তে স্বর্ণের বার উদ্ধার, ‘চোরাকারবারি’ আটক
বিশেষ অভিযান চালিয়ে দিনাজপুরে বিরামপুর সীমান্ত এলাকা থেকে আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এসময় এক চোরাকারবারিকে আটকের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
উপজেলার কাটলা বাজার এলাকা থেকে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে আটক করা হয়।
পুলিশ জানায়, শনিবার তাকে দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হবে।
আটক গোলজার হোসেন (৫০) গোলজার উপজেলার বাঁসুপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত জানান, বিরামপুরের কাটলা সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণ পাচারের খবর পেয়ে পুলিশের একটি টিম সীমান্তবর্তী কাটলা বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় পুলিশের অবস্থান টের পেয়ে স্বর্ণের বারগুলো রেখে পালানোর চেষ্টাকালে গোলজারকে আটক করে পুলিশ।
ওসি জানান, আটক গোলজারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় হিলি সীমান্তের হাড়ীপুকুর এলাকা দিয়ে ভারতে পাচারের সময় চারটি স্বর্ণের বার উদ্ধারসহ এক চোরাকারবারিকে আটকের দাবি করে বিজিবি। আটক নজরুল ইসলাম (৫০) হাকিমপুর উপজেলার রায়ভাগ-হাড়ীপুকুর গ্রামের মৃত আফতাব উদ্দিনের ছেলে।
আরও পড়ুন: ভারতে পাচারকালে স্বর্ণের বার জব্দ, হিলিতে আটক ১
চট্টগ্রাম বিমানবন্দরে ৮০টি স্বর্ণের বারসহ নিরাপত্তারক্ষী আটক
শাহজালাল বিমানবন্দরে ২৫ স্বর্ণের বার জব্দ, আটক ১
১৫০৪ দিন আগে