সরকার দেশে জনগণের ভোগান্তিমুক্ত ভূমি ব্যবস্থাপনা গড়ে তুলতে চায় বলে বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন।
তিনি বলেন, ‘আমরা এমন একটি ভূমি ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে মানুষকে অপ্রয়োজনীয় হয়রানি ও ভোগান্তির শিকার হতে না হয় এবং দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াতে না হয়।’
ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলায় ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডেটা ব্যাংকের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অয়োজিত মূল অনুষ্ঠানে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপজেলা পর্যায়ে প্রতিটি ভূমি অফিস নতুন করে নির্মাণ করার নির্দেশ দেন।
তিনি বলেন, ‘যেগুলো এখনও বাকি আছে প্রকল্প গ্রহণের মাধ্যমে সেগুলোর দ্রুত সম্পন্ন করা দরকার।’
আরও পড়ুন: মাসে এক কোটির বেশি টিকার ব্যবস্থা হয়েছে: প্রধানমন্ত্রী
শেখ হাসিনা বলেন, সরকার ১৩৯টি উপজেলা ভূমি অফিস নির্মাণের উদ্যোগ নিয়েছে এবং এর মধ্যে ১২৯টির কাজ সম্পন্ন হয়েছে।
জনগণকে সেবা দেয়ার বিষয়ে হাসিনা বলেন, সরকার ইউনিয়ন পর্যায়ে ১ হাজার ৪৯৮টি ভূমি অফিস নির্মাণের একটি প্রকল্প বাস্তবায়ন করছে এবং এর মধ্যে ৯৯৫টির কাজ সম্পন্ন হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য ২০৪১ সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধশালী করা।
তিনি বলেন, ভূমি ব্যবস্থাপনাকে উন্নত এবং বিশ্বমানের করার জন্য সরকার এটিকে ডিজিটাল করার জন্য তিনটি প্রকল্প গ্রহণ করেছে।
প্রকল্পগুলো হলো: ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, ভূমি রেকর্ড এবং জরিপ বিভাগের ক্ষমতা জোরদারকরণ প্রকল্প এবং প্লট ও মৌজা ভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জরিপ প্রকল্প।
তিনি বলেন, ‘প্রকল্পগুলো সম্পন্ন হলে ভূমি ব্যবস্থাপনায় যুগান্তকারী পরিবর্তন হবে এবং সামগ্রিক ব্যবস্থাপনার সম্পূর্ণ ডিজিটালাইজেশন সম্ভব হবে।’
সরকার ভূমি ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড এবং সংস্কার করায় জমির মালিকরা অনলাইনে বাসা থেকে বিভিন্ন সেবা নিতে পারবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
আরও পড়ুন: বাংলাদেশকে বিশ্বের যোগাযোগের কেন্দ্রে পরিণত করতে চাই: প্রধানমন্ত্রী
বিএনপিও জানে জিয়ার লাশ চন্দ্রিমা উদ্যানে নেই: প্রধানমন্ত্রী
৪ কোটি ৯২ লাখ ডিজিটালাইজড খতিয়ানসহ ভার্চুয়াল রেকর্ড রুমের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ তার পছন্দসই খতিয়ান সেখান থেকে সংগ্রহ করতে পারেন।
অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম মকবুল হোসেন এবং ভূমি সচিব মো. মুস্তাফিজুর রহমান বক্তব্য দেন।