যুক্তরাষ্ট্রের রাজধানী নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬ তম অধিবেশনে যোগ দিতে রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কি ত্যাগ করেছেন। তিনি এখন নিউইয়র্কের পথে রয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট হেলসিঙ্কি-ভান্তা বিমানবন্দর ত্যাগ করেছে। ফ্লাইটটি নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে স্থানীয় সময় সন্ধ্যা ৬ টায় অবতরণের কথা রয়েছে।
আরও পড়ুন: জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ঢাকা ত্যাগ প্রধানমন্ত্রীর
২০২০ সালের মার্চে করোনা মহামারির প্রাদুর্ভাবের পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। তিনি বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে ১৮ বারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) যোগ দিতে যাচ্ছেন এবং ২৪ সেপ্টেম্বর ইউএনজিএ সাধারণ অধিবেশনে বক্তব্য দিবেন।
এছাড়াও, শেখ হাসিনা ২১ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাধারণ বিতর্ক এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিবেন। ২০-২৪সেপ্টেম্বর জাতিসংঘ সদর দপ্তরে (ইউএনএইচকিউ) পাশাপাশি অন্যান্য ইভেন্টে অংশ নেবেন। নিউইয়র্কে অবস্থানকালে তিনি বেশ কয়েকজন নেতার সঙ্গে আলোচনা করবেন।
আরও পড়ুন: ফিনল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী আগামী ১ অক্টোবর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
প্রধানমন্ত্রী সোমবার, ২০ সেপ্টেম্বর সকাল ৯ টায় জাতিসংঘ সদর দপ্তরে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি ছোট গ্রুপের এইচওএস/এইচওজি-র সাথে একটি বৈঠকে যোগ দিবেন এবং একটি গাছ লাগাবেন। এছাড়া সকাল ১১ টা ৫০ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ইউএনএইচকিউ এর উত্তর লনে শান্তি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।