নিজের শিক্ষক ও জাতীয় অধ্যাপক রফিকুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অধ্যাপক রফিকুল ইসলাম বাংলা সাহিত্য ও গবেষণায় এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণের পর প্রত্যক্ষদর্শী হিসেবে ড. রফিকুল ইসলাম যে ইতিহাস রচনা করেছেন তা বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ।
একুশে পদক ও স্বাধীনতা পদক বিজয়ী লেখক ও বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক রফিকুল ইসলাম (৮৭) মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
অধ্যাপক রফিকুল ইসলাম বাংলা একাডেমির চেয়ারম্যান এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সভাপতিও ছিলেন।
আরও পড়ুন: হাসান আজিজুল হকের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
বিবৃতিতে প্রধানমন্ত্রী আরও বলেন, নজরুল গবেষণায় তার অসামান্য অবদান রয়েছে। বিশিষ্ট এই লেখক ও গবেষকের সাহিত্যকর্ম বাঙালি জাতিকে সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে। তিনি বাংলা সাহিত্য ও গবেষণায় এক উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবেন।
শেখ হাসিনা আর বলেন, তার মৃত্যুতে আমি আমার একজন শিক্ষক, পরামর্শদাতা এবং অভিভাবককে হারালাম। জাতীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আমার প্রিয় শিক্ষকের অনুপ্রেরণা এবং অনুপ্রেরণা আমাকে এগিয়ে যাওয়ার সাহস ও শক্তি জুগিয়েছে।
প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন: আব্দুল বাসেত মজুমদারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক