একাদশ জাতীয় সংসদের ১৭তম অধিবেশন আগামী ২৮ মার্চ আহ্বান করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রের প্রধান ও রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের ধারা (১) অনুসারে তাকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে এই অধিবেশন আহ্বান করেন।
বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) তারিক মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংসদ কক্ষে বিকাল ৫টায় জাতীয় সংসদ অধিবেশন শুরু হবে।
সংসদের ১৬ তম অধিবেশন ১৬ জানুয়ারি শুরু হয়ে পাঁচটি বৈঠকের পর ২৭ জানুয়ারি স্থগিত করা হয়।
আরও পড়ুন: সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামানকে বিএনপি থেকে বহিষ্কার