এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণে সমবেত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনার সাথে দূতাবাসের চার্জ দ্যা এফেয়ার্স ড. শাহিদা আকতার জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন।
বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য ও মহান মুক্তিযুদ্ধে সকল শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
পরে ড. শাহিদা আকতারের নেতৃত্বে দূতাবাসের কর্মকর্তা, কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
ড. শাহিদা আকতার শুভেচ্ছা বক্তব্যে সবাইকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধুর কর্মময় জীবন সম্পর্কে বিশদ আলোচনা করেন।
পরে বঙ্গবন্ধুর কর্মজীবন, ত্যাগ ও সংগ্রামের ওপর উম্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। জাপান প্রবাসী বাংলাদেশিরা এই আলোচনায় অংশগ্রহণ করেন। এছাড়া জাতির জনকের জীবন ও কর্মের ওপর একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের উদ্দেশ্যে দূতাবাসের বঙ্গবন্ধু মিলোনায়তনকে বঙ্গবন্ধুর ছবি সংবলিত বিভিন্ন ব্যানার ও ফেস্টুন দ্বারা সজ্জিত করা হয়।
প্রসঙ্গত, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সতর্কতা হিসেবে এবছর অনুষ্ঠানটিতে শিশু-কিশোরদের অংশগ্রহণসহ বিভিন্ন করমসূচি সীমিত করা হয়েছে।