দেশের করোনা পরিস্থিতি অবনতি ও বেশ কয়েকজন শিক্ষক-শিক্ষার্থী করোনা আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সশরীরে তাত্ত্বিক ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময়ে অনলাইন মাধ্যমে ক্লাস অনুষ্ঠিত হবে এবং একাধিক কক্ষে সশরীরে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা নেয়া যাবে।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রহিমা কানিজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে এ সময়ে আবাসিক হলসমূহ খোলা থাকবে।
এছাড়া, ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষেধ, মাস্ক পরিধান বাধ্যতাকরণসহ বেশ কিছু স্বাস্থ্য সুরক্ষা বিধি গ্রহণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব সিদ্ধান্ত বাস্তবায়ন করবে। এছাড়াও ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য পাখি মেলা স্থগিত করা হয়েছে।
এছাড়াও প্রতিটি হলে একই সময়ে চার জন শিক্ষার্থীর জন্য আইসোলেশনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: জাবিতে দেড় শতাধিক শিক্ষার্থী উপভোগ করলেন ‘মিশন এক্সট্রিম’
জাবিতে দিনব্যাপী প্রজাপতি মেলা অনুষ্ঠিত
বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে জাবিতে শুরু হচ্ছে প্রতীকী প্রতিবাদী ক্লাস