শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যবিরোধী আন্দোলনে টাকা দেয়ার অভিযোগে গ্রেপ্তার সাবেক পাঁচ শিক্ষার্থী জামিন পেয়েছেন।
বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে সিলেট মহানগর মেট্রোপলিটন-২ আদালতের বিচারক সুমন ভূঁইয়া এই জামিন আদেশ দেন।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান।ি
আরও পড়ুন: শাবিপ্রবিতে শিক্ষার্থীদের ওপর হামলা: শিক্ষকদের ভূমিকা নিয়ে যা বললেন জাফর ইকবাল
শাবিতে চলমান আন্দোলনের সময় সোমবার ঢাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশের বিশেষ দল। মঙ্গলবার তাদেরকে সিলেটে আনা হয়।
সিলেটে আনার পর নগরের জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে মামলা করে।
শিক্ষার্থীরা হলেন- হাবিবুর রহমান স্বপন, রেজা নূর মঈন দীপ, নাজমুস সাকিব দ্বীপ, এ কে এম মারুফ হোসেন ও ফয়সাল আহমেদ।
আরও পড়ুন: শাবিপ্রবি আন্দোলনে ‘টাকা পাঠানো’য় আটকদের নিয়ে সিলেটের পথে সিআইডি
শাবিপ্রবি: আন্দোলনরত শিক্ষার্থীদের অর্থ সংগ্রহের ৬ অ্যাকাউন্ট বন্ধ