আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আবারও বলেছেন, চলতি বছরের জুনে পদ্মা সেতু উদ্বোধন করা হবে।
তিনি বলেন, চলতি বছরের জুনে পদ্মা সেতু উদ্বোধন করা হবে। পদ্মা সেতুর নির্মাণ কাজ শতভাগ সততার সঙ্গে বাস্তবায়িত হয়েছে।
এতিম,শারীরিক প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
শনিবার রাজধানীর গুলিস্তান ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে ক্ষমতাসীন দলের সমাজকল্যাণ উপ-কমিটি।
তিনি আরও বলেন, বিদেশি ঋণ ছাড়াই পদ্মা সেতু নির্মাণ করা হচ্ছে।
তিনি বলেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশ কখনোই ঋণ খেলাপি হয়নি, অথচ বিগত সরকারের আমলে দেশ একাধিকবার খেলাপি ঋণের পরিস্থিতির সম্মুখীন হয়েছে।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও নির্বাচন হবে।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখুন: ওবায়দুল কাদের
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের অধীনেই হবে এবং সরকার শুধু নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে।
আগামী একাদশ জাতীয় নির্বাচনে বিএনপি যোগ দেবে বলে আশা প্রকাশ করেন কাদের।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চম্পা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানমসহ অন্যান্য বক্তারা।
পরে নেতারা এতিম, প্রতিবন্ধী ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন এবং ক্যান্সার রোগীদের স্বজনদের আর্থিক সহায়তা দেন।
আরও পড়ুন: দেশ নয়, বিএনপিই খারাপ সময় পার করছে: ওবায়দুল কাদের