রাজবাড়ীতে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাস জব্দ করা হয়েছে। এসময় জুয়া খেলা অবস্থায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনপল্লীর আইয়ুব মেম্বারের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে হেরোইন-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোজাম্মেল হক ও মিঠু ফকিরসহ একটি দল শনিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনপল্লীর আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এই সময় সেখান থেকে স্থানীয় ইউপির ৩নং ওয়ার্ড সদস্য আইয়ুব মেম্বারসহ ১১ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাসসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৫৫৫ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করে থানার মাধ্যমেই তাদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।