জুয়া খেলা
সিরাজগঞ্জে জুয়া চক্রের ৬ সদস্য গ্রেপ্তার: র্যাব
সিরাজগঞ্জের কাজিপুরে অভিযান চালিয়ে দেশীয় অনলাইন জুয়া চক্রের এজেন্টসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) উপজেলোর গোদাগাড়ী গাড়াবেড় গ্রামে এ ঘটনা ঘটেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- ওই গ্রামের মৃত আশাদুল ইসলামের ছেলে মো. রবিউল হাসান (২১), মো. সোলায়মান হোসেনের দুই ছেলে মো. ফেরদৌস আলী (২৭) ও মো. রাসেল রানা (২৩), বিলচতল গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. রায়হান কবির (২৮), মাইজবাড়ী গ্রামের মো. হাছেন আলীর ছেলে মো. সুইট রেজা (২৬) এবং মৃত ইব্রাহিম হোসেনের ছেলে মো. ইলিয়াস উদ্দিন (৩৬)।
র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. আবুল হাশেম সবুজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: র্যসাগর-রুনি হত্যা মামলা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে: র্যাব
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, র্যাব-১২ এর অধিনায়ক মো. মারূফ হোসেনের নির্দেশনায় বুধবার (৬ সেপ্টেম্বর) রাত ১২টায় গোদাগাড়ী গাড়াবেড় গ্রামে অভিযান চালিয়ে দেশীয় অনলাইন জুয়া চক্রের এজেন্টসহ ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন মোবাইল ব্যাংকিং ব্যবহার করে অনলাইনে অবৈধভাবে বিভিন্ন প্রকার জুয়ার সাইট পরিচালনার মাধ্যমে অবৈধ লেনদেন করছিল। তারা অনলাইনে ডলারের মাধ্যমে জুয়া খেলতে বিভিন্নভাবে মানুষকে উৎসাহিত করছিল। প্রতি মাসে তারা কোটি কোটি টাকা বিদেশে পাচার করছিল।
এতে আরও বলা হয়েছে, এ ঘটনায় কাজিপুর থানায় তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: শেখ হাসিনার গাড়ি বহরে হামলাকারী ১৬ বছরের সাজাপ্রাপ্ত আসামি চুয়াডাঙ্গায় গ্রেপ্তার
বাগেরহাটে জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের ৫ সদস্য গ্রেপ্তার
১ বছর আগে
কুষ্টিয়ায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২
কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী-পুরুষসহ উভয় গ্রুপের কমপক্ষে ৮ থেকে ১০ জন জন আহত হয়েছেন।
নিহতরা হলেন- হরিপুর ইউনিয়নের কান্তিনগর এলাকার আবুল খায়েরের পুত্র ওমর আলী ও একই এলাকার শুকলাল বিশ্বাসের ছেলে মিরাজ হোসেন (৪৫)। এ ঘটনায় আহত দুই নারীসহ আটজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হরিপুর ইউনিয়নের বোয়ালদহ-কান্তিনগর ভুত পাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন দুইজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: জুয়া খেলার প্রতিবাদ করায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, হরিপুরে বোয়ালদহ মেছোপাড়া ভূত মোড়ে নিহত ওমর আলীর এক আত্মীয়ের দোকানে ক্যারাম বোর্ডের নামে অর্থ দিয়ে দীর্ঘদিন ধরে জুয়া খেলা চলে আসছিল।
কান্তিনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে বাবু আহমেদ সন্ধ্যায় সেখানে উপস্থিত হয়ে এসব জুয়া খেলা বন্ধ করতে বলে। এ নিয়ে বাক-বিতন্ডার জেরে এ সময় বাবুকে মারপিট করে ওমর আলীর লোকজন। পরে বাবু আহমেদ ও নিহত মিরাজ হোসেনসহ অন্যরা এসে ক্যারাম খেলার ঘরে আক্রমণ করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে ওমর আলী ও মিরাজ নিহত হন।
ওসি শাহাদত হোসেন বলেন, ‘জুয়া খেলাকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় নিহত মিরাজ ও ওমর আলী নামে দুইজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
তিনি আরও বলেন যে সংঘর্ষে হতাহতের গঠনায় উভয় পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে। সংঘর্ষ যাতে আর না হয় সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
১ বছর আগে
জুয়া খেলার প্রতিবাদ করায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় জুয়া খেলার প্রতিবাদ করায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত জান্নাতুল ফেরদৌসী (৩৫)কাউসার মোল্লার(৫০) স্ত্রী।
বুধবার সকালে জেলা শহরের কলেজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাজধানীতে ছুরিকাঘাতে ভ্যানচালক নিহত
নিহত জান্নাতুলএকই জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘীরপাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে।
আর কাউসার মোল্লা জেলা সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মো. আউয়াল মিয়ার ছেলে।
কাউসার অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলে জানা গেছে। ঘটনার পর থেকে স্বামী কাউসার মোল্লা পলাতক রয়েছেন।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, কাউসার ও জান্নাতুল বিয়ের পর তারা সুখে শান্তিতেই বসবাস করে আসছিল। তারা জেলা শহরের কলেজপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতো। তবে কাউসার দীর্ঘদিন ধরে জুয়া খেলা ও পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে প্রায়ই স্ত্রী জান্নাতুলের সঙ্গে স্বামীর কলহ চলতো। গতকাল বুধবার সকালে কাউসারের জুয়া খেলা ও পরকিয়া নিয়ে দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এর একপর্যায়ে কাউসার ধারালো ছুরিকাঘাতে জান্নাতুলকে হত্যা করেন। বিষয়টি টের পেয়ে তাদের সন্তানরা কক্ষে যাওয়ার মাত্রই তিনি তাদের ঘরে আটকিয়ে পালিয়ে যান।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এছাড়া ঘাতক স্বামীকে আটকের চেষ্টা চলছে।
আরও পড়ুন: সিলেটে ‘কিশোর গ্যাং’র ছুরিকাঘাতে আহত ২
সাভারে স্ত্রী-সন্তানদের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে স্বামী নিহত
১ বছর আগে
জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আহত যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার (২৭ জুলাই) রাত ৯টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত মজিদুল ইসলাম (৩৩) উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডল এলাকার আবেদ আলীর ছেলে।
এর আগে মঙ্গলবার (২৬ জুলাই) দিবাগত রাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডলের ধরলা নদীর তীরবর্তী এলাকায় কয়েকজন যুবক মিলে তাসের মাধ্যমে জুয়া খেলা শুরু করে। খেলা শেষে প্রতিপক্ষ একই এলাকার জেল হোসেনের ছেলে হারান মিয়া (৪২) নিহত যুবকের কাজ থেকে টাকা ছিনতাই করার চেষ্টা করে। এক পর্যায়ে ওই যুবককে পেটে চুরিকাঘাত করে ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
এ সময় মজিদুলের সহযোগী তৈয়ব আলী দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা অবনতি হলে ভোর রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা যান।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান যুকরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।
পড়ুন: সন্তানদের জবানবন্দি রেকর্ড: বাবুলের ভাই ও মাগুরার সমাজসেবা কর্মকর্তাকে হাইকোর্টের তলব
শাবি শিক্ষার্থী বুলবুল হত্যায় ৩ জনের সম্পৃক্ততা মিলেছে: পুলিশ
২ বছর আগে
জুয়া খেলা অবস্থায় গোয়ালন্দে ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১১
রাজবাড়ীতে অভিযান চালিয়ে নগদ টাকা ও তাস জব্দ করা হয়েছে। এসময় জুয়া খেলা অবস্থায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনপল্লীর আইয়ুব মেম্বারের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রবিবার ডিবি পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে হেরোইন-ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
বিজ্ঞপ্তিতে জেলা গোয়েন্দা শাখা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ মোজাম্মেল হক ও মিঠু ফকিরসহ একটি দল শনিবার রাত সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়ার যৌনপল্লীর আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালায়। এই সময় সেখান থেকে স্থানীয় ইউপির ৩নং ওয়ার্ড সদস্য আইয়ুব মেম্বারসহ ১১ জন জুয়াড়িকে নগদ টাকা ও তাসসহ গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে নগদ ২০ হাজার ৫৫৫ টাকা ও তিন সেট তাস জব্দ করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে ইয়াবা জব্দ, গ্রেপ্তার ১
তিনি জানান, আসামিদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করে থানার মাধ্যমেই তাদের রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
২ বছর আগে
চাঁপাইনবাবগঞ্জে আইপিএলে বাজি ধরে জুয়া খেলার অভিযোগে আটক ১১
চাঁপাইনবাবগঞ্জে আইপিএলে বাজি ধরে জুয়া খেলার অভিযোগে ১১ জনকে আটক করেছে র্যাব।
শুক্রবার রাতে জেলা শহরের স্বরুপনগরে জেলা ঠিকাদার সমিতি ভবনে এ অভিযান চালানো হয়।
ঘটনাস্থল থেকে প্লেয়িং কার্ড, ৮৩ হাজার ৫৫ টাকা ও একটি টিভি জব্দ করা হয়।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শুক্রবার রাত ১১ টার দিকে জেলা শহরের স্বরুপনগরে অবস্থিত জেলা ঠিকাদার সমিতির ভবনে অভিযান চালায়। এ সময় সেখান থেকে টেলিভিশনে আইপিএলে বাজি ধরে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ঠিকাদার সহ ১১ জনকে আটক করা হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
৩ বছর আগে
লাকসামে ‘জুয়া খেলায় বাধা দেয়ায়’ বাড়িতে হামলা-লুট
কুমিল্লা জেলার লাকসামে জুয়া খেলায় বাধা দেয়ায় বাড়ি ও দোকানে হামলার অভিযোগ উঠেছে।
৪ বছর আগে
বরগুনায় জুয়া খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত
বরগুনায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক যুবক নিহত এবং কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছেন।
৪ বছর আগে