ঝালকাঠির রাজাপুরে পারিবারিক কলহের জের ধরে স্বামীকে হত্যা করে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন স্ত্রী। সোমবার (১৩ মার্চ) ভোরে উপজেলার পুটিয়াখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রবিউল আওয়াল তালুকদার (৩৯) এবং অভিযুক্ত স্ত্রীর নাম সাফিয়া খাতুন (৩৩)।
আরও পড়ুন: কুমিল্লায় দ্বিতীয় বিয়ে করায় স্বামীকে খুন
জানা যায়, ৯৯৯-কলটেকার কনস্টেবল ইকরামুল কলটি রিসিভ করেছিলেন। ইকরামুল তাৎক্ষণিকভাবে রাজাপুর থানায় বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য জানায়। সংবাদ পেয়ে রাজাপুর থানা পুলিশের একটি দল অবিলম্বে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
প্রাথমিক জিজ্ঞাসবাদে জানা যায়, দুই সন্তানের মা সাফিয়া খাতুন তার অটোচালক স্বামী রবিউল আওয়াল তালুকদারকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে ছুরিকাঘাতে হত্যা করেন। তাদের মধ্যে নিত্য পারিবারিক কলহ লেগে থাকত।
প্রাথমিক জিজ্ঞাসবাদে আরও জানা যায়, স্ত্রী সন্দেহ করতেন তার স্বামী আরেকটি বিয়ে করেছেন এবং যে কোনও সময় তাকে হত্যা করতে পারেন। সে সন্দেহ ও আশংকার বশবর্তী হয়ে স্বামীকে হত্যা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি বলেন, থানায় এ সংক্রান্তে একটি মামলা করা হয়েছে।
আরও পড়ুন: স্বামীকে খুনের পর ৩ দিন লাশের সাথে অবস্থান, স্ত্রী গ্রেপ্তার
বান্দরবানে কুকি-চিন বিচ্ছিন্নতাবাদীদের গুলিতে সেনা ওয়ারেন্ট অফিসার নিহত