ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভায় টোল আদায়কে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবলীগের দুই কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
নিহতরা হলেন- আক্তার হোসেন (২২) ও জীবন মিয়া (২১)।
কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মোহাইমেনুল ইসলাম জানান, রাত ১১টার দিকে চৌগাছা বাসস্ট্যান্ডে টোল আদায় নিয়ন্ত্রণকে কেন্দ্র করে শ্রমিক লীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষ হয়। এক পর্যায়ে তারা ধারালো অস্ত্র দিয়ে একে অপরের ওপর হামলা চালালে ঘটনাস্থলেই জীবন মিয়া মারা যায়।
আরও পড়ুন: রাজশাহীতে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১
এছাড়া আক্তার হোসেন, সোহাগ ও সাব্বির গুরুতর আহত হয়। আহতদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আখতারের মৃত্যু হয়। বর্তমানে বাকিরা চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানায়, চৌগাছা বাসস্ট্যান্ডে টোল আদায় নিয়ন্ত্রণ করতেন কোটচাঁদপুর পৌরসভার মেয়র গ্রুপের আশরাফুল, আমিরুল, সোহাগ ও জাতীয় পরিবহন শ্রমিক লীগের মিঠু। সম্প্রতি এই কাজে আরেকটি গ্রুপ নিয়োগ করা হয়েছে। এটা নিয়ে ঘটনার দিন মেয়র গ্রুপের ডন ও হাসানের সমর্থকরা টোল আদায়ের নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এদিকে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন।