টাইফয়েড জ্বরে আক্রান্ত হয়ে সোমবার সকাল ৮টার দিকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) চিকিৎসাধীন অবস্থায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
মৃত ইমরান পাভেলের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জে। তিনি ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।
তার বন্ধুরা জানান, গত ৭ দিন ধরে টাইফয়েড জ্বরে আক্রান্ত ছিলেন ইমরান। এছাড়া তার হার্টের সমস্যাও ছিল। তিনি টিউশনি করানোর জন্য করোনার মধ্যেই ঢাকায় চলে আসেন এবং টাইফয়েড জ্বরে আক্রান্ত হন।
ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গোলাম মোস্তফা বলেন, ‘ইমরানের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমি তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি এবং তার পরিবারের কোনো ধরনের সাহায্য প্রয়োজন হলে আমরা সামর্থ্য অনুযায়ী তাদের সহযোগিতা করার চেষ্টা করব।’