উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ শেষ পর্যন্ত 'পরাজিত' হবে এমন আশঙ্কা দূর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) বিধিমালার অধীনে দেশ অনেক বেশি বিকল্প সুবিধা পেতে সক্ষম হবে।’
তিনি বলেন, ‘অনেকের সম্ভবত সন্দেহ আছে যে আমরা উন্নয়নশীল দেশ হিসেবে অনেক সুবিধা থেকে বঞ্চিত হব। কিন্তু আমরা যেসব সুবিধা থেকে বঞ্চিত হব তার চেয়ে অনেক বেশি সুবিধা পেতে সক্ষম হব। এটি আমাদের জন্য একটি বড় সুযোগ হবে।‘
আরও পড়ুন: পূর্বাচলে অত্যাধুনিক প্রদর্শনী কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বৃহস্পতিবার পূর্বাচলে নবনির্মিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্র ভার্চুয়ালি উদ্বোধন কালে প্রধানমন্ত্রী এ সব কথা বলেন।
আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত কেন্দ্রটি সারা বছর বিভিন্ন পণ্য-ভিত্তিক মেলার স্থায়ী স্থান। বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে একটি প্রকল্পের আওতায় এটি রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) নির্মাণ করেছে।
আরও পড়ুন: পদ্মা ও মেঘনা নামে দুই বিভাগ চান প্রধানমন্ত্রী