রবিবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ এই অভিযোগ গ্রহণ করেন।
মামলাটি বিশেষ জজ আদালত-৪ এ স্থানান্তর করে আগামী ৪ মার্চ এর পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
এর আগে গত ১৯ জানুয়ারি মিজান ও বাছিরের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় দুদক।
একটি দুর্নীতি মামলা থেকে রেহাই পেতে বরখাস্ত হওয়া ডিআইজি মিজান দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
গত বছরের ১৬ জুলাই ঘুষ কেলেঙ্কারির ঘটনায় মিজান ও বাছিরের বিরুদ্ধে ঢাকা-১ সমন্বিত জেলা আদালতে মামলা করেন দুদক পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহ।
ডিআইজি মিজান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ছিলেন। বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের এক সংবাদ উপস্থাপিকাকে হুমকি দেয়ার অভিযোগে গত ৯ জানুয়ারি তাকে প্রত্যাহার করা হয়।
এছাড়া এক নারীকে জোরপূর্বক বিয়ে ও নির্যাতন করার অভিযোগও রয়েছে ডিআইজি মিজানের বিরুদ্ধে।