ডেঙ্গু প্রতিরোধে জনগণকে ঘরবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সচিবালয়ে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।
আরও পড়ুন: সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করায় বাংলাদেশ নৌবাহিনী প্রশংসার দাবিদার: প্রধানমন্ত্রী
তিনি বলেন,‘এডিস মশার বংশবৃদ্ধি রোধ করতে পানি যাতে কোথাও জমে না থাকতে পারে সেজন্য সবাইকে বিশেষ মনোযোগ দেয়ার অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী’।
মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ডেঙ্গুর প্রাদুর্ভাবের মধ্যে সিটি করপোরেশন এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা, বিশেষ করে সিভিল এভিয়েশনকেও প্রতিদিন ফগিং মেশিনের মাধ্যমে মশা প্রতিরোধী স্প্রে জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, সিটি করপোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়কে সমন্বিতভাবে ডেঙ্গু ও এডিস মশার প্রজনন ক্ষেত্র সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা চালাতে বলা হয়েছে।
ইসলাম বলেছেন, এই বছর প্রায় ৩৬ হাজার ডেঙ্গু রোগীর তথ্য নথিভুক্ত করা হয়েছে এবং রবিবার পর্যন্ত দেশে প্রাণঘাতী রোগে ১৩৬ জন মারা গেছেন।
এর মধ্যে ঢাকায় সর্বোচ্চ ২৩ হাজার ডেঙ্গু রোগী, চট্টগ্রামে চার হাজার, খুলনায় এক হাজার ৬০০ ও সিলেটে ৫৩ জন।
মন্ত্রিপরিষদ সচিব বলেছেন, ২০১৯ সালে ডেঙ্গু রোগীর সর্বোচ্চ রেকর্ড হয়। সেসময় এক লাখেরও বেশি মানুষ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিল।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি: হাইকোর্টে জামিন পেলেন রাজবাড়ীর স্মৃতি