সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ সংক্ষিপ্ত সফরে ঢাকা আসছেন। মঙ্গলবার বিকাল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ইউএনবিকে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী মোমেন বুধবার সকালে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একটি বৈঠক করবেন এবং এরপর দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ‘রাজনৈতিক পরামর্শ’ নিয়ে আলোচনা হবে।
আলোচনা শেষে আরবি ভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন দুই মন্ত্রী।
আরও পড়ুন: বাংলাদেশকে এলএনজি সরবরাহ অব্যাহত রাখবে কাতার: পররাষ্ট্র মন্ত্রণালয়
সৌদি পররাষ্ট্রমন্ত্রী এই সফরে বেশ কয়েকটি সহযোগিতার নথিতে স্বাক্ষর হতে পারে।
সফর শেষ করে বুধবার বিকালে ঢাকা ত্যাগ করার কথা রয়েছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর।
বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসেফ এসা আল দুলাইহান সম্প্রতি একটি মিডিয়া ব্রিফিংয়ে বাংলাদেশে ‘ব্যাপকভাবে’ বিনিয়োগ করতে সৌদি বিনিয়োগকারীদের আগ্রহ ব্যক্ত করেছেন।
সৌদি আরবের এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং ডাইমেনশন বাংলাদেশে ১ দশমিক ৮ বিলিয়ন ডলার বিনিয়োগ নিশ্চিত করেছে বলে জানিয়েছেন।
আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে আরও জোরালো অংশীদারিত্ব চায় সুইজারল্যান্ড