ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের এক ছাত্রকে নির্যাতনের অভিযোগে একই হলের অন্য এক ছাত্রের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
এ এফ রহমান হলের ২০২০-২১ সেশনের শান্তি ও সংঘর্ষ বিভাগের ছাত্র মোল্লা তৈমুর রহমান হল প্রভোস্টের কাছে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র রোকনুজ্জামান রোকনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্ত রোকন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী।
লিখিত অভিযোগে মোল্লা তৈমুর অভিযোগ করেছেন, তাকে এত জোরে চড় মারা হয়েছিল যে, এরপর কয়েক ঘণ্টা তিনি কানে শুনতে পাননি।
গত ১৫ ফেব্রুয়ারি হাজী মুহম্মদ মহসিন খেলার মাঠে একজন সিনিয়রের সঙ্গে দেখা করতে গেলে রোকনের সঙ্গে তার বিতণ্ডা হয়।
আরও পড়ুন: বাদ দেয়া হচ্ছে না ঢাবির ‘ঘ’ ইউনিট
পরে রোকন আমাকে হল থেকে বের করে দেয়ার হুমকি ও হল প্রশাসনকে জানালে মেরে ফেলার হুমকি দেন।
মোল্লা জানান, তিনি ভয় পেয়ে হল থেকে বেরিয়ে ভাইয়ের বাড়িতে আশ্রয় নেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে এ এফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক সাইফুল খান বলেন, ‘আমরা আজ লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনার সত্যতা জানতে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
ঢাবি শিক্ষক ফারুক শাহ ও ড. মুমিত আল রশিদের সমন্বয়ে গঠিত কমিটিকে দুই দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ছাত্রলীগের এ এফ রহমান হল কমিটি তদন্তে সহযোগিতা করবে বলে জানিয়েছে।
আরও পড়ুন: উপাচার্যদের অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত নয়: ঢাবি উপাচার্য