তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ আকবর আলী খান রাজধানী ঢাকায় মারা গেছেন।
অসুস্থতাজনিত কারণে বৃহস্পতিবার ৯৬ বছর বয়সে তিনি মারা যান।
ড. আকবর আলী খান ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ১৯৪৪ সালে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে প্রথম শ্রেণিতে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন। এরপর তিনি কানাডার কুইন্স ইউনিভার্সিটিতে অর্থনীতিতে পড়াশোনা করেন।
তিনি ১৯৬৭ সালে পাকিস্তানের সিভিল সার্ভিসে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। এরপর তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের স্বীকৃতি দেয়া উচিৎ: আকবর আলী খান