মাত্র ১২ ঘণ্টার ব্যবধানে সোমবার দুপুর পর্যন্ত সাভারের আশুলিয়া বাজার এলাকার তুরাগ নদী থেকে দুটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।
রবিবার বিকেলে স্থানীয় জেলেরা তিন মণ ওজনের একটি মৃত ডলফিন উদ্ধার করার পর সোমবার দুপুরে ফেলাঘাট এলাকার কাছে স্থানীয়রা আরেকটি মৃত ডলফিন ভেসে থাকতে দেখেন।
এই ডলফিনটির ওজন প্রায় পাঁচ মণ বলে জানিয়েছেন সাভার উপজেলার ঊর্ধ্বতন মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম সরকার।
তিনি জানান, রবিবার উদ্ধার হওয়া ডলফিনটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক গবেষকের মতে গাঙ্গেয় ডলফিন (প্ল্যাটানিস্তা গ্যাঙ্গেটিকা)।
আরও পড়ুন: হালদা নদী থেকে আরও একটি মৃত ডলফিন উদ্ধার
কামরুল বলেন, বাংলাদেশের পদ্মা ও যমুনা নদীতে এই ডলফিনের অভয়ারণ্য ছিল কিন্তু গত ১০-১৫ বছরে এই প্রজাতির ডলফিন এই অঞ্চলে দেখা যায়নি।
তিনি জানান, সোমবার পাওয়া ডলফিনের প্রজাতি শনাক্ত করার চেষ্টা করছেন তারা। বিশেষজ্ঞরাও ডলফিনগুলোর মৃত্যুর কারণ নির্ণয়ের চেষ্টা করছেন।
সরকার বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে বারবার ডলফিন হত্যার জন্য সর্বোচ্চ পাঁচ বছরের জেল বা সর্বোচ্চ পাঁচ লাখ টাকা জরিমানা অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশে ডলফিনের আবাসস্থল রক্ষায় গত ১৯ অক্টোবর সরকার ‘ডলফিন সংরক্ষণ কর্ম পরিকল্পনা’ অনুমোদন করে।
আরও পড়ুন: ‘ডলফিন কনসারভেশন অ্যাকশন প্লান’ অনুমোদন