পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন গত ৫০ বছরে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় থাইল্যান্ডের অব্যাহত সহায়তার প্রশংসা করেছেন। তিনি আঞ্চলিক সংহতির আহ্বান জানান।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও যোগ্য নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক, উন্নত দেশে রূপান্তরের জন্য এর ধারাবাহিকতা কামনা করেন। মাসুদ এশীয় উন্নয়নের গতির সুফল পেতে বৃহত্তর আঞ্চলিক সংহতির ওপর জোর দেন।
বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয় ‘বাংলাদেশ-থাইল্যান্ড বন্ধুত্বের ৫০ বছর: সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথ’ শীর্ষক সেমিনারের আয়োজন করে।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ। সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস সেমিনারে সভাপতিত্ব করেন এবং বাংলাদেশে থাইল্যান্ডের রাষ্ট্রদূত মাকাওয়াদি সুমিতমোর সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসনে থাইল্যান্ড ও আসিয়ানের সক্রিয় ভূমিকা চায় ঢাকা
সেমিনারে বক্তারা ছিলেন- রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেন (চেয়ারম্যান, বিআইএসএস), অধ্যাপক ড. দেলোয়ার হোসেন (আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং জীবন কৃষ্ণ সাহা রায় (পরিচালক, বিডা)।
পররাষ্ট্র সচিব বাংলাদেশের স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে থাইল্যান্ড কর্তৃক বাংলাদেশকে প্রাথমিক স্বীকৃতির কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্কের প্রশংসা করার সময় তিনি উন্নয়ন ও সমৃদ্ধির পাশাপাশি এই অঞ্চলে ও এর বাইরে শান্তি ও স্থিতিশীলতার জন্য উভয় দেশের যৌথ অঙ্গীকার ও সহযোগিতার প্রশংসা করেন।